• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ০৮:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৭, ২০১৯, ০৮:৪৭ পিএম

ডিজিএফআই পরিচয়ে তদবির করতে গিয়ে আটক শাহিনুল

ডিজিএফআই পরিচয়ে তদবির করতে গিয়ে আটক শাহিনুল
আটক শাহিনুল ইসলাম-সংগৃহীত

সচিবালয়ে তদবির করতে গিয়ে শাহিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ওই ব্যক্তি ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর পরিচয় দিয়ে সচিবালয়ে তদবির করতে গিয়েছিলেন।

বুধবার (১৭ জুলাই) বিকেলে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পুলিশ আটক করে।

মন্ত্রণালয়ে কর্তব্যরত পুলিশ জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব (ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা) তমিজুল ইসলাম খানের কাছে ডিজিএফআই এর পরিচয় দিয়ে তদবির করতে আসে শাহিনুল। এর আগেও সে তদবির করেছিল। তবে আজ সন্দেহ হলে তাকে জেরা করা হয়। জেরায় স্বীকার করেছেন, তিনি ডিজিএফআইয়ে কাজ করেন না। ভুয়া প্রমাণিত হওয়ার পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

শাহবাগ থানার পরিদর্শক আরিফুল ইসলাম জানান, শাহিনুল ইসলামের গ্রামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দিতে। বাবা সাইদুর রহমান। তিনি মিরপুরের কাজীপাড়ায় থাকেন। আটক শাহিনুলের কাছে তথ্য অধিদফতরের একটি অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়া গেছে। কার্ডটিও ভুয়া। 

এইচএম/এসএমএম

আরও পড়ুন