• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩০, ২০১৯, ০২:২২ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩০, ২০১৯, ০২:২২ পিএম

এফআর টাওয়ারে নকশা জালিয়াতি

রাজ‌উকের সহকারী প‌রিচালক সদরুল দুদ‌কে

রাজ‌উকের সহকারী প‌রিচালক সদরুল দুদ‌কে
নকশা জালিয়াতি মামলায় গ্রেফতার রাজউকের সহকারী পরিচালক শাহ মো. সদরুল আলম


রাজধানীর বনানীর এফআর টাওয়ার (ফারুক-রূপায়ণ টাওয়ার) নির্মাণে নকশা জালিয়াতি মামলায় গ্রেফতার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী পরিচালক শাহ মো. সদরুল আলমকে দুর্নীতি দমন কমিশনে (দুদ‌ক) আনা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৩০ জুলাই) তা‌কে ঢাকা সিএমএম কোর্টে তোলা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

তিনি জানান, মামলার তদন্ত কাজের অংশ হিসেবে সদরুলকে দুদকে আনা হয়েছে। আজই তা‌কে ঢাকা সিএমএম কোর্টে তোলা হ‌বে। এ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক। সদরুল আলম মামলার এজাহাভুক্ত আসামি।

প্রসঙ্গত, সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদক জানায়, গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার পর ভবনটির নির্মাণে অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে আসে। ফ‌লে ২৫ জুন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদিম, টাওয়ারের জমির মালিক এস এম ফারুক, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী সহ ২৩ জনের বিরুদ্ধে আলাদা দু’টি মামলা করে দুদক।

এইচএস/আরআই

আরও পড়ুন