• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ০৮:৫৮ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০১৯, ০৯:০০ এএম

শাহজালালে রোহিঙ্গা নারীসহ ২ জন আটক

শাহজালালে রোহিঙ্গা নারীসহ ২ জন আটক


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় রোহিঙ্গা নারীসহ ২ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)। আটককৃতরা হলেন- মোহাম্মদ এনামুল (৩৫) ও নূর নাহার (২১)।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে থেকে তাদের আটক করা হয়। তাদের কাছে ১ হাজার ইউএস ডলার ও ৫২৬ মালয়েশিয়া রিঙ্গিত পাওয়া গেছে।

শাহজালাল বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে বিষয়টি প্রকাশ পায়। ওই রাতে আটক দুজনের স্বামী-স্ত্রী পরিচয়ে রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭৮২ ফ্লাইটে মালয়েশিয়া যাওয়ার কথা ছিলো।

আলমগীর জানান, এনামুলের পাসপোর্টে বাড়ির ঠিকানা দেওয়া কক্সবাজার ও মেয়েটির ঠিকানা কিশোরগঞ্জের বাজিতপুর। তাদের বিরুদ্ধে মানবপাচার ও পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। 

এইচএম/আরআই

আরও পড়ুন