• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০১৯, ১০:৪২ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৮, ২০১৯, ১০:৪৮ এএম

প্রতারণা মামলায় বাংলাদেশ ব্যাংকের ডিজিএম কারাগারে 

প্রতারণা মামলায় বাংলাদেশ ব্যাংকের ডিজিএম কারাগারে 
সাইদুল ইসলাম -ছবি : সংগৃহীত

প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল শহরতলীর নথুলাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার এএসআই বিধান চন্দ্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৪ মাস আগে অ্যাডভোকেট জলিল সাইদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। তারপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নথুলাবাদ এলাকার এক নিকটাত্মীয়ের বাসা থেকে সাইদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

প্রসঙ্গত, গ্রেফতার সাইদুল ইসলাম ও তার স্ত্রী ইসরাত জাহান নগরীর নথুলাবাদ লুৎফর রহমান সড়কে তাদের মালিকানাধীন ১৬ শতাংশ জমিতে বিক্রি করতে বায়না চুক্তি করেন। ওই এলাকার অ্যাডভোকেট এমএ জলিলের সঙ্গে ৮০ লাখ টাকা মূল্য নির্ধারণ করে এ বায়না চুক্তি করা হয়। এরপর জলিলের কাজ থেকে ৪৫ লাখ ৫০ হাজার টাকা নেন সাইদুল। কিন্তু পরে তিনি ও তার স্ত্রী চুক্তি ভঙ্গ করে গোপনে বেশি দামে অন্য ব্যক্তির কাছে ওই জমি বিক্রি করে দেন। বিষয়টি জানতে পেরে জলিল টাকা ফেরত চাইলে অভিযুক্ত সাইদুল ও তার স্ত্রী ইসরাত টাল-বাহানা করতে থাকেন। এ ঘটনায় তিনি সাইদুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।

এইচএম/একেএস