• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৮, ২০২০, ১২:৪২ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৮, ২০২০, ১২:৪২ এএম

ঈদে জঙ্গি হামলার শঙ্কা পুলিশের

ঈদে জঙ্গি হামলার শঙ্কা পুলিশের

ঈদের সময় দেশে জঙ্গি হামলার আশঙ্কা করছে পুলিশ। তাই বিমানবন্দর, পুলিশ সদরদফতর, দূতাবাস এবং সব উপাসনালয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান বলছেন, বড় ধরনের হামলার সক্ষমতাই নেই জঙ্গিদের।

হলি আর্টিজান হামলার পরপরই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাতে হামলা করে জঙ্গিরা। এরপর থেকেই বিভিন্ন উৎসবে জঙ্গিবিরোধী তৎপরতায় সক্রিয় থাকে আইনশৃঙ্খলা বাহিনী।

এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তবে এবার জঙ্গি হামলার আশঙ্কা করে বাহিনীকে সতর্ক থাকতে বলেছে পুলিশ সদরদফতর। ঈদে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সব ইউনিটকে এরই মধ্যে চিঠি দেয়া হয়েছে।

কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম বলছেন, জঙ্গিদের নেটওয়ার্ক আগের যেকোনও সময়ের চেয়ে অনেক দুর্বল। তবে ঈদকে সামনে রেখে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে।

গত ১৯ জুলাই সতর্কতা জারি করে ইউনিটগুলোকে চিঠি দেয় পুলিশ সদরদফতর। এর পরপরই ২৫ জুলাই রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারের সামনের রাস্তায় পাওয়া যায় বোমা সদৃশ বস্তু।

কেএপি