• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২০, ০৪:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৫, ২০২০, ০৪:৫৪ পিএম

প্রদীপসহ ৩ আসামির দ্বিতীয় দফায় রিমান্ড শুরু

প্রদীপসহ ৩ আসামির দ্বিতীয় দফায় রিমান্ড শুরু

দ্বিতীয় দফায় আবারো আজ থেকে রিমান্ড শুরু হলো ওসি প্রদীপসহ মেজর সিনহা হত্যার প্রধান তিন আসামির। সিনহা নিহতের সাথে সরাসরি সংশ্লিষ্টতা থাকায় তাদের অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

প্রথম দফার ৭ দিন রিমান্ড শেষে সোমবার এ মামলার আসামি ৭ পুলিশকে ৪ দিনের রিমান্ডের অনুমতি দেন আদালত। র‍্যাব জানায়, এর মধ্যে বরখাস্ত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এস আই নন্দদুলালকে আজ থেকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়া অন্য চার পুলিশ সদস্যকে সুবিধাজনক সময়ে দ্বিতীয় দফায় রিমান্ডে নেয়া হবে। তারা এখন কক্সবাজার কারাগারে আছেন। জানা গেছে, ‌রিমান্ডে এ পর্যায়ে আসামিদের বিভিন্ন জনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে, এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিরও বরখাস্ত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। র‍্যাবের রিমান্ডে থাকায় এখনো তা শুরু করা যায়নি। তবে রিমান্ড শেষ হলে তাকে জিজ্ঞাসাবাদের কথা জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান।


এম

আরও পড়ুন