• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৩১, ২০২১, ০৮:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩১, ২০২১, ০৮:৪৭ পিএম

সোবহানের তিন সহযোগীসহ ৬ জনের ব্যাংক হিসাব তলব

সোবহানের তিন সহযোগীসহ ৬ জনের ব্যাংক হিসাব তলব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের ​তিন সহযোগীসহ ৬ জনের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (৩০ মে) এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল থেকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে চিঠি দিয়ে তাদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

ব্যাংক হিসাব তলব করা সাবেক উপাচার্যের ৩ সহযোগীসহ অন্যরা হলেন মো. মামুন-অর-রশিদ, মামুন অর রশিদের স্ত্রী মাহফুজা আক্তার, লুৎফর রহমান, লুৎফর রহমানের স্ত্রী মনিরা ইয়াসমিন, ইব্রাহিম হোসেন মুন, ইব্রাহিম হসেন মুনের স্ত্রী আয়েশা সিদ্দিকা।

চিঠিতে রাবির এই ছয় জনের একক বা যৌথ নামে, অথবা তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক আমানত, যে কোনও স্থায়ী, চলতি ও ঋণ হিসাব, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র বা অন্য যেকোনো ধরনের সঞ্চয় থাকলে তার তথ্য পাঠাতে বলা হয়েছে।

এর আগে ড. অধ্যাপক এম আব্দুস সোবহান, তার স্ত্রী মনোয়ারা সোবহান, ছেলে মুসফিক সোবহান, মেয়ে সানজানা সোবহান, মেয়ের স্বামী এটিএম শাহেদ পারভেজের ব্যাংক হিসাব তলব করে এনবিআর। আগামী সাতদিনের মধ্যে তাদের তথ্য দিতে বলা হয়েছে।