• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১, ২০১৯, ০৩:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১, ২০১৯, ০৩:৩৮ পিএম

১৫ শতাংশের বেশি এজেন্ট কমিশন দেবে না বিমা কোম্পানি

১৫ শতাংশের বেশি এজেন্ট কমিশন দেবে না বিমা কোম্পানি
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেন -ছবি : জাগরণ

১ আগস্ট থেকে ১৫ শতাংশের বেশি এজেন্ট কমিশন দিলেই সাধারণ বিমা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে বিআইএ এর বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় বিআইএ এর নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিমা আইন ২০১০ আইন অনুযায়ী প্রিমিয়াম সংগ্রহের এখন থেকে বিমা এজেন্ট ১৫ শতাংশের বেশি কমিশন দিলেই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত কমিশন দেয়া-নেয়া দুইটাই অন্যায়। ১ আগস্ট থেকে কোনও কোম্পানির এই অন্যায়ের সঙ্গে জড়িত হলে, জরিমানার পাশাপাশি লাইসেন্স স্থগিত অথবা বাতিল করা হবে।

শেখ কবির বলেন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, ১৫ শতাংশের বেশি এজেন্ট কমিশন দেবো না। কারণ অতিরিক্ত কমিশনসহ নানাবিধ সমস্যায় বিমা কোম্পানিগুলো অর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছে। বিমা দাবিও পরিশোধ করতে পারছে না।

এআই/এসএমএম

আরও পড়ুন