• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২০, ০৬:১৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১২, ২০২০, ০৬:১৪ পিএম

কোভিড-১৯

৩.১৫ বিলিয়ন ডলারের অর্ডার বাতিল : বিজিএমইএ

৩.১৫ বিলিয়ন ডলারের অর্ডার বাতিল : বিজিএমইএ
ফাইল ছবি

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের পর ক্রেতারা এ পর্যন্ত ৩ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার বাতিল করেছেন বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।  

এখন পর্যন্ত ১ হাজার ১৩৪টি কারখানা জানায়, রোরবার (১২ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ৩ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৯৭৫ দশমিক ২০ পিস আরএমজি (তৈরি পোশাক) পণ্যের অর্ডার বা ক্রয়াদেশ বাতিল হয়েছে।  

বিজিএমইএর দাবি, এসব ক্রয়াদেশ বাতিল হওয়ায় তা বাংলাদেশের প্রায় ২২ লাখ শ্রমিকের ওপর প্রভাব ফেলবে।  

এর আগে ২ এপ্রিল (বৃহস্পতিবার) করোনাভাইরাসের প্রভাবে ৩ বিলিয়ন মার্কিন ডলারের ক্রয়াদেশ বাতিলের কথা জানায় বিজিএমইএ।

গত ২৩ মার্চ বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক জানান, ক্রেতারা এ পর্যন্ত ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের ক্রয়াদেশ বাতিল করেছেন।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, আমরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছি। বিভিন্ন দেশের ক্রেতারা তাদের ক্রয়াদেশ স্থগিত করছেন।

শুক্রবার (১০ এপ্রিল) বিজিএমইএ এবং বিকেএমইএ এক যৌথ বিবৃতিতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সকল কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।  

এসএমএম

আরও পড়ুন