• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১১, ২০২০, ০৪:২৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১১, ২০২০, ০৪:২৪ পিএম

স্বাস্থ্য খাতে বাজেটের ৭ দশমিক ২ শতাংশ বরাদ্দের প্রস্তাব

স্বাস্থ্য খাতে বাজেটের ৭ দশমিক ২ শতাংশ বরাদ্দের প্রস্তাব

জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টা ৩ মিনিটে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে বাজেট উপস্থাপন শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

আসন্ন বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এ বাজেটে স্বাস্থ্য খাতে মোট বাজেটের ৭ দশমিক ২ শতাংশ অর্থাৎ ৪১ হাজার ২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হচ্ছে এক লাখ ৯০ হাজার কোটি টাকা।

সংক্ষেপে বাজেট ২০২০-২১

● বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
● আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮২ হাজার ১৩ কোটি টাকা।
● ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা।
● করমুক্ত আয়সীমা বেড়ে পুরুষ ৩ লাখ এবং নারী ও ৬৫ বছরের বেশি নাগরিকদের সাড়ে ৩ লাখ টাকা।
●  অনলাইনে প্রথমবার করদাতাদের ২ হাজার টাকা মওকুফ।
● স্বাস্থ্য খাতে বাজেটের ৭.২% (৪১ হাজার ২৭ কোটি টাকা) বরাদ্দের প্রস্তাব।
● ১০০ কোটি টাকার সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল গঠনের প্রস্তাব।

এসএমএম

আরও পড়ুন