• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৫, ২০১৯, ১২:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৫, ২০১৯, ১২:৪১ পিএম

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা হতে পারে আজ

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা হতে পারে আজ

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আজ (বৃহস্পতিবার) প্রকাশ করা হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪০তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশের কাজ শেষ। ফল প্রকাশের জন্য আজ দুপুর ১২টায় পিএসসিতে সভা ডাকা হয়েছে। সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হলে বিকেলে ফল প্রকাশ করা হবে। ফলাফল পিএসসির ওয়েবসাইটে ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে।

উল্লেখ্য, গত ৩ মে সারাদেশে একযোগে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৪ লাখ ১২ হাজার ৫৩২ চাকরিপ্রার্থী অংশ নেন। এর আগে, গত বছরের সেপ্টেম্বরে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়ার কথা রয়েছে, যার মধ্যে প্রশাসনে ২০০ জন, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জনকে নিয়োগ দেয়া হতে পারে।

আরআই
 

আরও পড়ুন