• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০, ০৮:১৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১২, ২০২০, ০৮:১৮ পিএম

ভবিষ্যতের শিক্ষা নিয়ে কর্মশালা

ভবিষ্যতের শিক্ষা নিয়ে কর্মশালা

যুগের সাথে তাল মিলিয়ে পাল্টে যাচ্ছে শিক্ষা পদ্ধতি,পাল্টে যাচ্ছে শিক্ষা উপকরণ। ভবিষ্যতের শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের নানামুখি পরামর্শ দিতে রাজধানীতে আয়োজন করা হয় ‘ফিউচার অব লার্নিং ইন্ডাস্ট্রি’ বিষয়ক কর্মশালা। 

এতে অংশ নিয়ে ভারতের ব্যাঙ্গালুরুর জেইন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড.চেনরাজ রয়চাঁদ ভারতে শিক্ষার পরিবেশ, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তার বিশ্ববিদ্যালয়সহ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা তুলে ধরনে। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বনসীধর মিশ্র, শিক্ষা, সংস্কৃতি ঐতিহ্যের দিক দিয়ে বাংলাদেশ, ভারত ও নেপালের অভিন্ন অবস্থানের কথা তুলে ধরেন। 

অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তারা বিশ্বায়িনের সাথে সমন্বয় করে ভবিষ্যতের শিক্ষার জন্য করণীয় এবং আন্তর্জাতিক মানদন্ডে বাংলাদেশ ও ভারতের শিক্ষা পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরেন। ফেইথ ওভারসিস ও ভারতের জেইন ইউনিভার্সিটি যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে।

বিএস