• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০২:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৪, ২০২০, ০২:২৯ পিএম

বহিষ্কার হচ্ছেন ঢাবির ৯১ শিক্ষার্থী

বহিষ্কার হচ্ছেন ঢাবির ৯১ শিক্ষার্থী

প্রশ্নফাঁস, ছিনতাই, অস্ত্র উদ্ধার ও সাংবাদিক মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯১ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিষদ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয় বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। 

তিনি জানান, ৬৩ জনকে প্রশ্নফাঁস, নয় জনকে সাময়িক বহিষ্কার (কারণ দর্শানোর নোটিশ) মুহসীন হলে অস্ত্র উদ্ধারের ঘটনায় চারজন, ছিনতাইয়ের অভিযোগে ১৩ জন ও সাংবাদিক মারধরের ঘটনায় দুই জনকে ছয় মাসের বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান জানান, শৃঙ্খলা পরিষদের সুপারিশ সিন্ডিকেটে গ্রহণ করার পর কার্যকর হবে।

বিএস