• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১১, ২০২০, ০৭:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১১, ২০২০, ০৭:৪৯ পিএম

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি হয়নি

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি হয়নি
বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ● জাগরণ

স্কুল-কলেজ বন্ধ করার মতো পরিস্থিতি এখনও দেশে তৈরি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউতে নারী দিবস নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদফতরের আইইডিসিআর বিভাগ দেশ-বিদেশের  কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রতিদিন তারা দেশে করোনার পরিস্থিতির সর্বশেষ তথ্য গণমাধ্যমকে জানিয়ে জানাচ্ছে।

১৬ কোটি মানুষের দেশে তিনজন আক্রান্ত পাওয়া গেছে, এটা খুব বেশি ভয়ের নয় জানিয়ে মন্ত্রী বলেন, আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছে তাদেরও কোয়ারান্টাইনে রাখা হয়েছে। ফলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি এখনও হয়নি বলে জানিয়েছে আইইডিসিআরও।

দীপু মনি বলে, তাই অহেতুক আতঙ্কিত না হয়ে প্রতিরোধ ব্যবস্থা মেনে চলতে হবে।

মন্ত্রী আরও বলেন, নেতিবাচক সংবাদের পাশাপাশি গণমাধ্যমে ইতিবাচক সংবাদ বাড়ানো উচিৎ। ইতিবাচক সংবাদকে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হলে, সারা দেশের মানুষের চিন্তা-ভাবনা ইতিবাচক হয়ে উঠবে।

এসএমএম