• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১, ২০১৯, ০৬:১০ পিএম

সারা দেশে বই উৎসব উদযাপন

সারা দেশে বই উৎসব উদযাপন

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে ‘বই বিতরণ উৎসব’ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল থেকে একযোগে এ বই উৎসব পালিত হয়।

সারা দেশের সংবাদদাতাদের পাঠানো খবর-

সাভা‌র : সাভা‌রের আশু‌লিয়ায় নতুন বছ‌রের প্রথম দি‌নে প্রাথ‌মিক ও উচ্চ মাধ্যামিক স্ত‌রের শিক্ষার্থী‌দের হা‌তে বিনা মূ‌ল্যে ব‌ই তু‌লে দি‌তে পালন করা হ‌য়ে‌ছে 'বই উৎসব'। মঙ্গলবার সকাল থে‌কে একযোগে প্রথম শ্রেণি থে‌কে নবম শ্রেণির শিক্ষার্থী‌দের হা‌তে নতুন বই তু‌লে দেওয়া হয়।

উপ‌জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় তথ্য অনুযা‌য়ি এবা‌র সাভারের আশু‌লিয়ার ৬১টি এম‌পিও ভুক্তসহ পাচঁহাজা‌রেরও বে‌শি নন এম‌পিও শিক্ষা প্রতিষ্ঠা‌নে এক যু‌গে বই বি‌তরণ শুরু হয়। এছাড়াও প্রাথ‌মিক পর্যা‌য়ে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী‌র হা‌তে নতুন ব‌ই তু‌লে দেওয়া হয়েছে।

সাভার উপ‌জেলা শিক্ষা কর্মকর্তা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এক‌টি শিক্ষার্থীও যেন ঝ‌রে না প‌রে সেদি‌কে নজর রাখা হ‌য়ে‌ছে। এছাড়াও প্রতি‌টি শিক্ষার্থীর হা‌তে বই পৌ‌ছে দি‌তে সবাই এক যো‌গে কাজ ক‌রে যা‌চ্ছেন।

রাজশাহী : উৎসবের মধ্যদিয়ে নতুন পাঠ্যপুস্তক হাতে পেলো রাজশাহীর শিক্ষার্থীরাও। মঙ্গলবার সকালে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

সকাল সাড়ে ১০টায় রাজশাহীর কলেজিয়েট স্কুলে জেলা শিক্ষা অফিসে এ উৎসব আয়োজিত হয়। কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা ড. নূরজাহান বেগমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ এবং মাধ্যমিক ও উচ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তৌহিদ আরা।

কলিজিয়েট স্কুল ছাড়াও রাজশাহী সরকারি পিএন উচ্চ বালিকা বিদ্যালয়, লোকনাথ উচ্চবিদ্যালয়, সূর্যকনা উচ্চবিদ্যালয় ও সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে অংশ নেন মেয়র লিটন। 

শিশুদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়ে মেয়র লিটন বলেন, নির্বাচনের ডামাডোলের মধ্যেও প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বরাবরের মতো বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেয়ার। সরকার কথা রেখেছে। বছরের প্রথম দিনই সারা দেশের শিক্ষার্থীদের হাতে প্রায় ৩৭ কোটি পাঠ্যবই তুলে দেয়া হয়েছে। কেবল পাঠ্যবই বিতরণই নয়, সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামা উন্নয়নেও নজর দিচ্ছে। এখন গ্রামে-গঞ্জেও বড় বড় স্কুলভবন হচ্ছে। 

নিজের সময়কালের প্রসঙ্গ টেনে লিটন বলেন, আমাদের সময় আমরা পুরনো পাঠ্যবইয়ে পড়ালেখা করেছি। এখন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পায় শিক্ষার্থীরা। এটি অত্যন্ত কঠিন একটি কাজ। কিন্তু সহজেই তা করে আসছে এই সরকার।
 
শিক্ষার্থীদের উদ্দেশ্যে খায়রুজ্জামান লিটন বলেন, যারা পাঠ্যপুস্তক  পুরোটা পড়ে, তাদের আর নোটবই-গাইডের  প্রয়োজন পড়ে না। তাই সব শিক্ষার্থীকেই পাঠ্যবই ভালাভাবে পড়ার অভ্যাস করতে হবে। শুধু পাঠ্যবই-ই নয় জ্ঞানার্জনের জন্য অন্যা বইপুস্তক পড়তে হবে। নিজেকে আলোকিত করতে এর বিকল্প নেই। 

রাজশাহী শিক্ষা দপ্তরের দেয়া তথ্যমতে, এ বছর প্রাথমিক ও মাধ্যমিক স্তরে জেলায় শিক্ষার্থী রয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৬৪২ জন। আর নতুন পাঠ্যবইয়ের চাহিদা ছিলো ৪৯ লাখ ৯৯ হাজার ৭৪৩ কপি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, জেলায় প্রাথমিক স্তরের শিক্ষার্থী রয়েছে ৩ লাখ ৫ হাজার ৬৩৬ জন। প্রথম দিনেই বিতরণ করা হয়েছে প্রাক প্রাথমিকের ৪৮ হাজার ২০৯ কপি এবং প্রাথমিকের ১৪ লাখ ১১ হাজার ৫৫৮ কপি পাঠ্যবই।

অন্যদিকে, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, এ বছর মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থী রয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৬ জন। প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে ৪৫ লাখ ৯৬ হাজার ২৯ কপি পাঠ্যবই। কয়েকটি ধাপে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তারা। 


 

মাগুরা : মাগুরায় নতুন বছ‌রের প্রথম দি‌নে বই উৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মাগুরা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেণ জেলা প্রশাসক মো. আলী আকবর।

বিদ্যালয় পরিচলনা পরিষদের সভাপতি আবু নাসির বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সালাম, জেলা শিক্ষা অফিসার রনজিৎ কুমার মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী প্রমুখ। পরে জেলা প্রশাসক মো. আলী আকবর মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।  

এদিকে শহরের বুদ্ধপ্রিতিবন্ধী ও অটস্টিকি বিদ্যালয়ে বই বিতরণ করেন সংসদ সদস্য কামরুন লায়লা জলি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলায় এ বছর প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে ৫ লক্ষাধিক এবং মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৪ লাখ ৫৫ হাজার ২৭৪টি বই বিতরণ করা হবে।
 
নওগাঁ : নওগাঁয় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন বই বিতরণের মধ্যে দিয়ে বই উৎসব শুরু হয়েছে। এ বছর জেলায় প্রাথমিক পর্যায়ে ১৩ লাখ ২৯ হাজার ৮৭০টি এবং মাধ্যমিক পর্যায়ে ৩৪ লাখ ৩৩ হাজার ৯২১টি বই বিতরনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা

প্রাথমিক পর্যায়ে চক এনায়েত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক পর্যায়ে কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোবারুল ইসলাম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল হক মণ্ডল।

প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মণ্ডল জানান, চলতি শিক্ষাবর্ষে নওগাঁ জেলায় প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ লাখ ৮৩ হাজার ১৩৫টি, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ লাখ ৭৬ হাজার ৩১টি, তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩ লাখ ৪৪ হাজার ৩২২টি, চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩ লাখ ২৬ হাজার ২৮টি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩ লাখ ৮৪টি বইয়ের চাহিদা রয়েছে।
 
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোবারুল ইসলাম জানান, চলতি শিক্ষা বর্ষে জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট বইয়ের চাহিদা রয়েছে ৩৪ লাখ ৩৩ হাজার ৯২১টি। এর মধ্যে মাধ্যমিক স্কুল পর্যায়ে ২৪ লাখ ২০ হাজার ৭১৭টি, দাখিল স্তরে ৬ লাখ ৬০ হাজার ৬২০টি এবং এবতেদায়ী পর্যায়ে ৩ লাখ ৫২ হাজার ৫৮৪টি। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ২৩ লাখ ৯৩ হাজার ৮৬৭টি, দাখিল পর্যায়ে ৫ লাখ ৩৪ হাজার ৪৭০ এবং এবতেদায়ী পর্যায়ে শতভাগ বই সরবরাহ পাওয়া গেছে। এদিকে জেলার ১১টি উপজেলার সকল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছ।

পঞ্চগড় : পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বই উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে নতুন বই বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী দেবীর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শঙ্কর কুমার ঘোষ। বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনসহ শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নবম শ্রেণির শিক্ষার্থী মোহামিনুল তাজদিত নাবা, মাদিয়া ফেরদৌস, অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাতরুহা মেনিজ, নুসরাত জাহান অর্পা সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাইকা সাদিয়া ও সামিয়া আকতার জানান, বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাওয়ার কি আনন্দ! তা ভাষায় প্রকাশ করতে পারবো না।

জেলা শিক্ষা অফিসার জানান, ২০১৯ শিক্ষা বর্ষে এসএসসি ভোকেশনালসহ জেলার পাঁচ উপজেলায় ১ লখে ৩৩ হাজার ১৩২ জন শিক্ষার্থীর বিপরীতে ১৭ লাখ ৯৯ হাজার ৯৮টি বই বিতরণ করা হয়েছে। ২০১৮ শিক্ষা বর্ষে জেলায় ১লাখ ২৫ হাজার ১৯৮ জন শিক্ষার্থীর

শেরপুর : সারাদেশের ন্যায় শেরপুরেও শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্য দিয়ে এ উৎসবের  উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা, ওই স্কুলের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা।

জেলায় এবার ১ হাজার ৮১০ প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ২৮ হাজার ৪৬০ শিক্ষার্থীর মধ্যে ১০ লাখ ৬৮ হাজার ১৯০টি বই বিতরণ করা হবে। এছাড়াও প্রাক প্রাথমিকের ৩২ হাজার ৮২২টি এবং প্রথম থেকে ৩য় শ্রেণির ইংরেজি ভার্সন ১৫০ শিক্ষার্থীর মধ্যে আরো ৬০০টি বই প্রদান করা হবে।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে উৎসব মুখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে শহরের আমানতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

অপরদিকে একতা প্রতিবন্ধি স্কুলে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন জেলা সমাজ সেবা বিভাগের  উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক। সেখানে ৪২৫ জন শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হয়।

এবার ঠাকুরগাঁও জেলায় মোট ৩৫ লাখ ৬৯ হাজার ৭৬৪টি বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ লাখ ৮৪ হাজার ৪৪টি বই ও মাধ্যমিক পর্যায়ে ২৪ লাখ ৮৫ হাজার ৭২০টি বই বিতরণ করা হয়েছে।

ঝিনাইদহ : ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান, জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলামসহ অন্যরা।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর জেলার ছয় উপজেলায় ২ লাখ ১০ হাজার ৪৫২ জন শিক্ষার্থীর মধ্যে ২৮ লাখ ১৯ হাজার ১৪৩টি বই বিতরণ করা হবে।

এছাড়াও সকালে হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৮ জন শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেনচাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন, মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উল হকসহ অন্যরা।

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) : সারা দেশের ন্যায় সিরাজদিখানেও একযোগে বই উৎসব পালন করা হয়েছে। বর্তমান সরকারের একটি যুগান্তকারী সফলতা হচ্ছে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া। বিগত কয়েক বছর ধরে শিক্ষার্থীরা ১লা জানুয়ারি নতুন বই হাতে পাচ্ছে। এ বছর ৩০ ডিসেম্বর এর নির্বাচনের কারণে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া নিয়ে সংশয় দেখা দিলেও শেষ পর্যন্ত বছরের প্রথম দিনই বই উৎসব হয়।

উপজেলার ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের মধ্যে দিয়ে সিরাজদিখান উপজেলায় বই উৎসব ২০১৯ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব তানবীর মোহাম্মদ আজিম। এ সময় বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জনাব রিনাত ফৌজিয়া, অফিসার ইনচার্জ, বিভাগীয় কর্মকর্তা, মুক্তিযুদ্ধা কমান্ডার, শিক্ষক, অভিভাবক, এসএমসির সদস্য এবং সাংবাদিকরা।
এদিন উপজেলার ১২৮টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে শিক্ষার্থীদের মধ্যে বই তুলে দেয়া হয়। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।

মির্জাপুর (টাঙ্গাইল) : নতুন শিক্ষা বছরের প্রথম দিনে টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বই বিতরণ উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার বিনামূল্যে বই বিতরণ উৎসব আয়োজন করেন উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস।

উপজেলা সদরের মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় এবং পুষ্টকামুরী আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন, মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, পুষ্টকামুরী আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরফুননেছা প্রমুখ।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর মির্জাপুর উপজেলার প্রাথমিক, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৮ লাখ ৯৭ হাজার ৬০৫টি বই বিতরণ করা হয়েছে।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) :  মঙ্গলবার শাহজাদপুর উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, আনন্দ স্কুল ও ব্রাক সেন্টারের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়।

সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন নব-নির্বাচিত এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ এ. এম আব্দুল আজীজ, পৌরসভার মেয়র (দায়িত্ব প্রাপ্ত) নাসির উদ্দিন প্রমুখ।

পরে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সকল বিষয়ের নতুন বই বিতরণ করা হয়। পাশাপাশি শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উল্লেখিত অতিথিবৃন্দের উপস্থিতিতে বই বিতরণ উৎসবের মধ্যে দিয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুল হক জানান, উপজেলার ২২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২১টি কিন্ডারগার্টেন এবং আনন্দ স্কুল ও ব্রাক স্কুলসহ মোট ৪৪৪টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মোট ৩ লাখ ৩৫ হাজার ৯৭৩টি নতুন বই বিতরণ করা হয়েছে।

অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস উপজেলার ৭০টি হাই স্কুল ও মাদ্রাসার ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সকল বিষয়ে নতুন বই বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় বই উৎসব পালিত হয়েছে। স্টার মডেল সরকারি প্রাথমিক স্কুলে দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক।

পরে স্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মজিদুল ইসলাম প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত মোশারফ হোসেন সমাজ ও প্রধান শিক্ষক সৈয়দা নুজহাত জেরিন প্রমূখ।

অন্যদিকে হলদিবাড়ী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবু এহিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন। এছাড়াও উপজেলার ২০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৬০ হাজার বই ও নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক মিলে ৭২ এবং ৩৯ মাদ্রাসায় সিলেবাস অনুযায়ী ৩ লাখ ছাত্র-ছাত্রীদের হাতে পাঠ্যবই তুলে দেন বিদ্যালয়ের প্রধানগণ।

 

বেনাপোল (যশোর) : বছরের প্রথম দিনে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে যশোরের শার্শা-বেনাপোলে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১লা জানুয়ারি) সকালে শার্শা সরকারি মডেল পাইলট স্কুল মাঠে যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন কোমলমতি  শিক্ষার্থীদের হাতে ২০১৯ সালের নতুন বছরের বই তুলে দিয়ে বই উৎসবের সূচনা করেন। 

পাঠ্যপুস্তক বিতরণে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক  নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী হাফিজুর রহমান, শার্শা থানার ওসি এম মশিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 


 

এসসি/এসএইচএস