• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২১, ০৮:৪০ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১১, ২০২১, ০৯:২৪ এএম

২০২১ শিক্ষাবর্ষ

সোমবার মাধ্যমিকে ভর্তির লটারি

সোমবার মাধ্যমিকে  ভর্তির লটারি

২০২১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির অনলাইন লটারি কার্যক্রম শুরু হচ্ছে।

সোমবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে এ ভর্তি কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ বছর সারাদেশে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছে ৫ লাখ ৭৩ হাজার ৩১১ জন শিক্ষার্থী।

জানা গেছে, চলতি বছর করোনা পরিস্থিতিতে দেশের সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে। প্রথম থেকে অষ্টম শ্রেণিতে শূন্য আসনে ভর্তিতে পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করে ভর্তি করতে নীতিমালা সংশোধন করা হয়েছে।

ভর্তির ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী ১১ বছরের কম বয়সী শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে না বলে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৯ ডিসেম্বর এক অভিভাবকের আনা রিট পিটিশনের শুনানি শেষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে দেওয়া এই শর্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট।

এছাড়াও রায় ঘোষণার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদনের সময়সীমা পুনরায় ৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়।