• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১, ০৫:৫২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৫, ২০২১, ০৫:৫৪ পিএম

এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সংশোধিত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এতে বিষয় ভিত্তিক সিলেবাস ২০ থেকে ২৫ শতাংশ কমানো হয়েছে।  

সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সংক্ষিপ্ত সিলেবাস চূড়ান্ত করা হয়। পরে ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।

এই সিলেবাস শেষ করতে শিক্ষার্থীদের তিন-চার মাস শ্রেণিকক্ষে পড়ানো হবে। তবে সব বিষয়ে সমানভাবে সিলেবাস কমানো হয়নি। 

এদিকে জুনে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হবে বলে জানা গেছে।

সিলেবাস দেখতে এই লিংকে ক্লিক করুন