• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২১, ১২:১৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০১:২০ পিএম

শাহবাগ থেকে ১৪ শিক্ষার্থী আটক

শাহবাগ থেকে  ১৪ শিক্ষার্থী আটক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভের চেষ্টা করলে ১৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শিক্ষার্থীরা চলমান পরীক্ষা নেওয়ার দাবিতে শাহাবাগ মোড় ও নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় পুলিশ তাদের বাধা দেয়। সেখান থেকে ১৪ শিক্ষার্থীকে আটক করে নিয়ে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ডিসি সাজ্জাদুর রহমান।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, "পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আমরা মানি না। এর জন্য বিক্ষোভ সমাবেশ ডেকেছি। আমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে।"

এর আগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি সরকারি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।