• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৪, ২০২১, ১১:১৩ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৪, ২০২১, ১১:১৩ এএম

রোববার রাত থেকে ফের শুরু ঢাবির ভর্তিপ্রক্রিয়া 

রোববার রাত থেকে ফের শুরু ঢাবির ভর্তিপ্রক্রিয়া 

রোববার (১৪ মার্চ) রাত থেকে ফের শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অনলাইন আবেদন প্রক্রিয়া।

ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কারিগরি জটিলতার কারণে বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা পৌনে ১টা থেকে আবেদন প্রক্রিয়া বন্ধ ছিল।

ভর্তিপ্রক্রিয়া কয়েক দিন বন্ধ থাকায় আবেদনের সময় বাড়ানো হবে বলে জানা গেছে।

কারিগরি জটিলতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মোস্তাফিজুর রহমান জানান, এবার আবেদন প্রক্রিয়ার শুরুর দিকেই আগের চেয়ে অনেক গুণ বেশি আবেদন পড়েছে। প্রথম ৪৮ ঘণ্টায় পাঁচ ইউনিটে মোট ১ লাখ সাড়ে ৫ হাজার আবেদন জমা পড়েছে। ফলে, ওয়েবসাইটের বেশ চাপ পড়েছে। এ কারণেই মূলত এ অবস্থা তৈরি হয়েছে।