• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৫, ২০২১, ০২:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১৫, ২০২১, ০২:৪৪ পিএম

ঢাবিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাবিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের মানববন্ধন

তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। 

সোমবার (১৫ মার্চ) বেলা দুপুর ১২টার দিকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন তারা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে গিয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। 

শিক্ষার্থীদের তিন দফা দাবি হচ্ছে—ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নতুন করে প্রবর্তিত জিপিএ বাদ দিয়ে গত বছরের ভর্তি পরীক্ষার মানদণ্ডে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা প্রদানের সুযোগ দিতে হবে, গুচ্ছ পদ্ধতিতে প্রাথমিক সিলেকশন বাদ দিয়ে সবাইকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে ও গুচ্ছ পদ্ধতিতে বিভাগ পরিবর্তন ইউনিট রাখতে হবে। 

সিলেট মদনমোহন কলেজের শিক্ষার্থী সারফাজ বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা কমিটি যা করছে, তা সম্পূর্ণ অবিচার আমাদের প্রতি। আমাদের বলির পাঁঠা বানানো হচ্ছে।”

অন্য এক শিক্ষার্থী জানান, “আমাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। পরীক্ষার্থী সিলেকশনের নামে প্রহসন করছে আমাদের সাথে। আমাদের মাঝে অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণই করতে পারবে না।”  

৮ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু হয়। আগামী ১ এপ্রিল থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে। 

গুচ্ছ পদ্ধতিতে তিনটি বিভাগের শিক্ষার্থীদের জন্য তিনটি ইউনিটে পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি ইউনিটে দেড় লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। থাকছে না বিভাগ পরিবর্তন ইউনিট।