• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৬, ২০২১, ১২:২১ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৬, ২০২১, ০১:১০ পিএম

১২ জুন পর্যন্ত বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

১২ জুন পর্যন্ত বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান সাধারণ ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার (২৬ মে) দুপুর ১২টায় অনলাইন সংবাদ সম্মেলনে এসে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, “ঈদযাত্রার কারণে দেশের বিভিন্ন জায়গায় করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। এটা মাথায় রেখে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। তবে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক খোলার বিষয়ে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। করোনা স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে।”

এ সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর আগের ঘোষণা অনুযায়ী ২৯ মে পর্যন্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল।

করোনাভাইরাসের কারণে ১৪ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এর ফলে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রায় চার কোটি শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছে। 

এদিকে (২৪ মে) সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।