• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৪:০১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১, ০৪:০১ পিএম

স্কুল খোলার পর মানতে হবে যেসব নির্দেশনা

স্কুল খোলার পর মানতে হবে যেসব নির্দেশনা

প্রায় ১৭ মাস পর আগামীকাল (রোববার) খুলছে স্কুল-কলেজ। ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। সরকারের পক্ষ থেকে কয়েকদিন ধরে বেশ কিছু নির্দেশনাও দেয়া হয়েছে। তবে আজ (শনিবার) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক জানিয়েছেন নতুন নির্দেশনার কথা।

সিলেট সরকারি মহিলা কলেজ পরিদর্শন শেষে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে খোলা হলেও টিফিনের বিরতে থাকবে না। মাউশি মহাপরিচালক বলেন, স্কুল-কলেজে বসে টিফিন খাওয়া যাবে না। শুধুমাত্র পানি পান করা যাবে, যা শিক্ষাপ্রতিষ্ঠান সরবরাহ করবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের সময় শিক্ষার্থীদের ভিড় এড়িয়ে চলতে হবে। অভিভাবক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের এ বিষয়ে সচেতন থাকতে হবে। গোলাম ফারুক বলেন, অভিভাবকদের শিক্ষার্থী বা পরিবারের কেউ অসুস্থ আছেন কিনা খেয়াল রাখতে হবে। যদি কারো করোনার উপসর্গ থাকে তাকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো যাবে না।

শিক্ষার্থীদের মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়গুলোও নিশ্চিত করতে শিক্ষকদের নির্দেশ দেন তিনি।

জাগরণ/এমইউ