• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ১২:২৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৫, ২০২১, ১২:২৬ পিএম

মাধ্যমিকে অনলাইনে ভর্তির আবেদন শুরু

মাধ্যমিকে অনলাইনে ভর্তির আবেদন শুরু
ফাইল ফটো

রাজধানী সহ সারাদেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর ও জেলা পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণের এই প্রক্রিয়া চলবে। 

পরবর্তীতে এই আবেদনগুলোর লটারি সরকারি মাধ্যমিকে আগামী ১৫ ডিসেম্বর এবং বেসরকারি মাধ্যমিকে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এবছর ২০২২ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে দেওয়া যাবে। 

মাধ্যমিকে এই আবেদনের পুরোটাই অনলাইনে সম্পন্ন হবে, বিদ্যালয় থেকে কোন ভর্তি ফরম দেয়া হবে না। অনলাইনে httpgsa.teletalk.com.bd ঠিকানায় গিয়ে আবেদন করা যাবে। 

রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তিনটি আলাদা গ্রুপের প্রতিটিতে একজন প্রার্থী পছন্দের ক্রমানুসারে সর্বাধিক পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে।

সারাদেশে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা থেকে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। 

যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ডাবল শিফট রয়েছে সেখানে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না।

জাগরণ/এসএসকে