• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ০৬:১৫ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ৫, ২০২২, ০৬:১৫ পিএম

কাল থেকে টিকা পাবে কওমি শিক্ষার্থীরা

কাল থেকে টিকা পাবে কওমি শিক্ষার্থীরা

কওমি মাদরাসার শিক্ষার্থীদের আগামীকাল (রোববার) থেকে করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কমিটির সদস্য সচিব শামসুল হক।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর রাজধানীর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শামসুল হক বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে রোববার ৯টায় মিরপুর জামিয়া কওমি মাদ্রাসায় টিকা কার্যক্রম উদ্বোধন করা হবে। 

তিনি বলেন, টিকা কার্যক্রম শুধু ঢাকা নয়, সারাদেশের কওমি মাদ্রাসায় টিকা দেওয়া হবে। আস্তে আস্তে এটার প্রসার বাড়ানো হবে।

শামসুল হক বলেন, স্কুলশিক্ষার্থীদের যেভাবে টিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, ঠিক সেভাবেই ১২ থেকে ১৮ বছরের কওমি শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

ইটভাটার শ্রমিক, জেলে সম্প্রদায় এবং বেদে পল্লীতেও টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

ইউএম