• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ১২:২৯ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৬, ২০২২, ১২:২৯ এএম

আগামী বছর সপ্তাহে ৫ দিন ক্লাস হতে পারে : শিক্ষামন্ত্রী

আগামী বছর সপ্তাহে ৫ দিন ক্লাস হতে পারে : শিক্ষামন্ত্রী
ফাইল ফটো

বিদ্যুৎ সাশ্রয়ে আগামী বছর নতুন শিক্ষাক্রমে সপ্তাহ ৫ দিন ক্লাস হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

সোমবার (১৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যেসব উদ্যোগ নেয়া হয়েছে, সেখানে যদি আমরা এখন থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসগুলো ৫দিন করি, তাহলে একদিন সাশ্রয়ের সুযোগ পাব। অর্থাৎ শহরে একদিন শিক্ষার্থীদের স্কুলে আনা-নেওয়ার জন্য যে পরিমাণ যানবাহন চলে সেটার সাশ্রয় হবে। তবে, এখনো এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নিতে যাচ্ছি।

তিনি আরও বলেন, ‘তবে আমরা যে ৫ দিনের মধ্যে ক্লাসগুলো পুর্নর্বিন্যাস করতে চাই। যেন শিক্ষার্থীদের কোনো ধরণের কোনো সমস্যা না হয়। করোনাকালীন সময়ে যে ঘাটতি হয়েছে, তা পূরণে পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।’

জাগরণ/শিক্ষা/এসএসকে