• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৫, ২০১৯, ০৫:৪২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৫, ২০১৯, ১১:৪৯ পিএম

মের শুরুতে ভারত সফরে যাবেন ইসি সচিব

মের শুরুতে ভারত সফরে যাবেন ইসি সচিব
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ - ফাইল ছবি

আগামী মাসে ৪ দিনের এক কর্মসূচিতে সস্ত্রীক ভারত যাবেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। নির্বাচন কমিশনের যুগ্মসচিব মো. আবুল কাসেমও একই সফরে ভারত যাবেন। ইসির উপসচিব মো. মঈন উদ্দিন খান স্বাক্ষরিত এক নথি থেকে জানা গেছে এ তথ্য।

জানা গেছে, আগামী ১০ থেকে ১৩ মে ভারতে ‘ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটর প্রোগ্রাম’ অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। অনুষ্ঠানে যোগ দিতে ৯ মে কিংবা কাছাকাছি সময়ে ঢাকা ত্যাগ করবেন ইসি সচিব ও ইসির যুগ্মসচিব। ১৪ মে তারা দেশে ফিরবেন।

নির্বাচন কমিশনের এ দুই কর্মকর্তার সঙ্গে তাদের স্ত্রীরাও সফরসঙ্গী হবেন। তবে উভয় কর্মকর্তাই স্ব স্ব স্ত্রীর খরচ বহন করবেন।

প্রসঙ্গত, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের সম্ভাব্যতা যাচাইয়ে গত ৩ মার্চ ৭ দিনের সফরে সিঙ্গাপুর যায় ইসি সচিবের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের ৩ জনেরই সফরসঙ্গী ছিলেন তাদের স্ত্রী-সন্তান। এ ছাড়া ৯ মার্চ সিঙ্গাপুর থেকে ৪ সদস্যের প্রতিনিধি দল ফেরার পরদিনই একই কাজে সিঙ্গাপুর যান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। তারও সফরসঙ্গী ছিলেন স্ত্রী।

হা শা/