• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৮, ২০১৯, ১১:১৮ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০১৯, ১২:৩৬ পিএম

ডিসি সম্মেলন

নারী ও শিশু নির্যাতন বন্ধে ডিসিদের কঠোর দায়িত্ব পালনের নির্দেশ

নারী ও শিশু নির্যাতন বন্ধে ডিসিদের কঠোর দায়িত্ব পালনের নির্দেশ
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন -ফাইল ছবি

অপরাধের বিষয়ে সরকারের জিরো টলারেন্সের কথা স্মরণ করিয়ে নারী ও শিশু নির্যাতন বন্ধের পাশাপাশি মাঠ প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে ডিসিদের কঠোর দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত ডিসি সম্মেলনের পঞ্চম দিনের প্রথম কার্য অধিবেশনে ডিসিদের এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে জেলা প্রশাসকরা তাদের কার্যালয়, বাসভবন, সার্কিট হাউজ সংস্কার উন্নয়ন ও ক্রয় কাজে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আমরা তাদের অশ্বস্ত করেছি। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থ বিভাগের সঙ্গে আলোচনাক্রমে ৬ মাসের কম বয়সী শিশুসহ চাকরিতে নব যোগদানকারী কর্মকর্তাদের মাতৃত্বকালীন ছুটির বিধান করা হবে। 

ডিসিরা জনপ্রশাসন ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটা বিবেচনাধীন আছে। আলোচনা করে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এমএএম/একেএস

আরও পড়ুন