• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০১৮, ০১:২০ পিএম

সিলেটে নির্বাচনি প্রচারণায় মাজার জিয়ারত শেখ হাসিনার

সিলেটে নির্বাচনি প্রচারণায় মাজার জিয়ারত শেখ হাসিনার
হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা -ছবি : জাগরণ

 

নির্বাচনে প্রচারণায় সিলেট পৌঁছে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহ পরান (রহ.) ও হজরত গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরের খাবার ও বিশ্রামের জন্য সিলেট সার্কিট হাউসে অবস্থান শেষে বেলা আড়াইটায় নগরীর আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে আজ শনিবার (২২ ডিসেম্বর) সিলেট সফর করছেন শেখ হাসিনা। বেলা পৌনে ১১টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা। বিকেল সাড়ে ৪টায় বিশেষ ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

শেখ হাসিনার সিলেট সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।

সাইসে/ এফসি