• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৮, ০৬:৪৬ পিএম

মনোনয়ন পেয়ে নাহিদ বললেন, ‘উন্নয়ন অব্যাহত রাখতে হবে’

মনোনয়ন পেয়ে নাহিদ বললেন, ‘উন্নয়ন অব্যাহত রাখতে হবে’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

 

সিলেট-৬ (বিয়ানীবাজার -গোলাপগঞ্জ) সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন দেশে অনেক পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে। সেটি অব্যাহত রাখতে হবে। এটি রাখতে জনগণ যে রায় দেবেন সেটি আমরা মেনে নেব। 

রোববার সিলেট-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর দুপুরে দৈনিক জাগরণকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নাহিদ। 

নুরুল ইসলাম নাহিদ বলেন, কেন্দ্র থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে। জনগণ আমাকে গতবার ৮৬ হাজার ভোটের ব্যবধানে পাস করিয়ে দিয়েছে। আমি জনগণের সমর্থন নিয়ে কাজ করছি। এই সরকার; শেখ হাসিনার নেতৃত্বে দেশের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন ধরে রাখা দরকার। দেশ আরো উন্নত হোক। সব মিলিয়ে জনগণ যে রায় দেবেন সেটাই আমরা মানবো। 

নুরুল ইসলাম নাহিদ নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

আনু/আরআই