• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০৭:১৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০১৯, ০৭:১৯ পিএম

বুধবারি বাজার ইউনিয়নের ইউকের নতুন কমিটি

বুধবারি বাজার ইউনিয়নের ইউকের নতুন কমিটি
নতুন কমিটির নেতৃবৃন্দ-ছবি : আবদুর রশিদ

সিলেট জেলার ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার যুক্তরাজ্যে বসবাসরত বুধবারি বাজার ইউনিয়নের প্রবাসীদের মধ্যে পারস্পরিক সেতুবন্ধন এবং এলাকার উন্নয়ন সাধনের লক্ষ্যে গঠিত বুধবারি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর (সোমবার) পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আগামী দুই বছরের জন্য নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটি নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনারদের দেয়া সময় অনুযায়ী ২৩ সেপ্টেম্বর ছিলো  নমিনেশন জমাদানের শেষ দিন। শেষ দিনে শুধু মুহিব-শিব্বির-রোহেল পরিষদ নমিনেশন জমা দেয়। অন্য কোনও প্রতিদ্বন্দ্বী প্যানেল নমিনেশন জমা না দেয়াতে নির্বাচন কমিশনাররা মুহিব-শিব্বির-রোহেল পরিষদকে বিজয়ী ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মুহিবুর রহমান মুহিব সভাপতি, শিব্বির আহমদ সাধারণ সম্পাদক এবং কয়েস আহমদ রোহেল কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুজিবুর রহমান মুজিব, মাসুক আহমদ এবং আনোয়ার হুসেন। এ সময় বুধবারি বাজার ইউনিয়নের ১৩টি গ্রামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সভাপতি বলেন, ‘আমরা বিশ্বাস করি সকলের সহযোগিতা নিয়ে সকল বাঁধা-বিপত্তি অতিক্রম করে বুধবারি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে একদিন বুধবারি বাজার ইউনিয়নের আপমর জনসাধারণের আস্থার প্রতীক হয়ে উঠবে।

এ সময় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মানিক মিয়া, আবদুল কাদির হাসনাত, জবরুল ইসলাম লনি, ইকবাল হোসেন বাল্মকি, মুহিবুর রহমান মুহিব, শিবির আহমদ, ফজলুল হক  মুছলেহ আহমদ, ফয়জুল আহমেদ, মাখন মিয়া, মুসা মিয়া, আলোম খান, রফিক উদ্দীন মাসুক, শফিকুর রহমান শফিক, আফরুজ মিয়া শাহিন, আবু তাহের নানু, হেলাল আহমদ, মুজিবুর রহমান, ফারুক মিয়া, গোলজার আহমদ, ফকরুল ইসলাম, শাহাব উদ্দীন, আবদুল গনি, আলতাফ হোসেন, কবির আহমদ বাদশা, সালেহ আহমদসহ আরও অনেকে।

বুধবারী বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়াশনের দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি—

সভাপতি মুহিব উদ্দিন (বাগিরঘাট), সহ সভাপতি রফিক উদ্দিন মাসুক (ছয়তীশ) এবং হেলাল  উদ্দিন (বানিগ্রাম)। সম্পাদক শিব্বির আহমেদ (লামাচন্দরপুর), সহ সম্পাদক আবুল বাশার (বাগিরঘাট)। কোষাধ্যক্ষ কয়েস আহমেদ রুয়েল (বহরগ্রাম)। সাংগঠনিক সম্পাদক গুলজার আহমেদ (বনগ্রাম)। সদস্য সম্পাদক সালেহ আহমেদ (লামাচন্দরপুর)। সদস্য- ইকবাল হোসেন (কালিডর), ফজলুল হক (কালিজুরী), আবদুল কাদির হাসনাত (বাগিরঘাট), আবদুল আজিজ ফারুক (কালিজুরী), মুজিবুর রহমান (বানিগাজী), ফারুক মিয়া (লামাচন্দরপুর), আবদুল গনি (বাগিরঘাট), শফিক উদ্দিন (ছয়টিশ), আবদুল খায়ের নানু (চন্দরপুর), শাহাব উদ্দিন (বাগিরঘাট), ফকরুল ইসলাম (বহরগ্রাম), আলতাফ হোসেন (বানিগাজী), কবির আহমেদ (বহরগ্রাম)

এসএমএম

আরও পড়ুন

  • প্রবাস এর আরও খবর