• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০১৯, ১২:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের অচলাবস্থা কাটাতে সিনেট ভোট আজ

যুক্তরাষ্ট্রের অচলাবস্থা কাটাতে সিনেট ভোট আজ
ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের সরকারের অচলাবস্থা কাটাতে আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটি হবে। রিপাবলিকান ও ডেমোক্র্যটরা দুটি প্রস্তাব দেবে সিনেটে। দুটি প্রস্তাবের ওপরই ভোটাভুটি হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর রয়টার্সের


সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককোনেল জানিয়েছেন, বৃহস্পতিবার ডেমোক্র্যাটদের একটি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এই প্রস্তাবে তিন সপ্তাহের জন্য সরকার চালাতে প্রয়োজনীয় তহবিল জোগান দেওয়ার কথা বলা আছে। 

তবে এতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানের জন্য ৫৭০ কোটি ডলার অনুমোদনের বিষয়ে কিছু নেই। এছাড়া অপর এক প্রস্তাব আছে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ করা এবং অবৈধ অভিবাসীদের বিষয়ে কথা থাকবে।

১০০ সদস্যবিশিষ্ট সিনেটে বিল পাস করাতে হলে প্রত্যেকটিকে ৬০টি করে ভোট পেতে হবে। বিল দুইটি নিয়ে ভোটাভুটির ব্যাপারে দুই দলের সমঝোতা হলেও এর একটিরও পাস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।