• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২১, ২০১৯, ০১:৫২ পিএম
সর্বশেষ আপডেট : মে ২১, ২০১৯, ০১:৫২ পিএম

সারাদেশে পাস্তুরিত দুধ পরীক্ষা করতে হাইকোর্টের নির্দেশ

সারাদেশে পাস্তুরিত দুধ পরীক্ষা করতে হাইকোর্টের নির্দেশ

রাজধানীসহ সারাদেশের বাজারে পাস্তুরিত (তরল) দুধ পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (২১ মে)বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদেশে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), নিরাপদ খাদ্য অধিদফতরসহ সংশ্লিষ্টদের এ পরীক্ষা করতে বলা হয়েছে। 

সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির (এনএফএসএল) প্রধান অধ্যাপক  শাহনীলা ফেরদৌসি মঙ্গলবার হাইকোর্টকে দুধ পরীক্ষার বিষয়টি জানান। 

এমএ/বিএস