• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৭, ২০১৯, ১০:২৮ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৭, ২০১৯, ১০:২৮ এএম

চুয়াডাঙ্গায় ৪৮ ঘণ্টায় ১১ ডেঙ্গু রোগী ভর্তি

চুয়াডাঙ্গায় ৪৮ ঘণ্টায় ১১ ডেঙ্গু রোগী ভর্তি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডেঙ্গু জোনে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রাজধানী ঢাকা থেকে ডেঙ্গু নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রতি ১০ জনের মধ্যে ৯ জন। গত ৪৮ ঘণ্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ১১ জন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১১ দিনে হাসপাতালে শিশুসহ মোট ৩৬ জন ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২৭ জন পুরুষ, ৮ জন নারী ও ১ জন শিশু। হাসপাতালে ভর্তি হওয়া মোট ৩৬ জনের মধ্যে ৩১ জনই ঢাকা থেকে ডেঙ্গু ভাইরাস নিয়ে এসেছেন চুয়াডাঙ্গায়। বাকি পাঁচজনের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও একজন শিশু চুয়াডাঙ্গাতে অবস্থানকালে ডেঙ্গু আক্রান্তের শিকার হয়।

গত দুই দিনে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার মারুফ হোসেন (২৬), জীবননগর উপজেলার রাব্বি (২০), চুয়াডাঙ্গা বদরগঞ্জ কুতুবপুর গ্রামের জাহিদ হোসেন (৩০), চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের আতিক (২৪), চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় টনি (১৮), দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের আনিসুর রহমান (৩৫), আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের আসমানখালী বাজার পাড়ার রিপা খাতুন (১৭), জীবননগর খয়েরহুদা গ্রামের আশরাফুল ইসলাম (৪৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার ঘোলদাড়ী জাহাপুর গ্রামের শিমুল (২১), দৌলাতদিয়াড় তরিকুল (৩০) ও দামুড়হুদা চিৎলা ইউনিয়নের হাটবোয়ালিয়া গ্রামের মিলন হোসেন (২০)।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির জানান, এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নেওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৬ জন। প্রতিনিয়তই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু জোনের আয়তন বৃদ্ধি করা হচ্ছে। সাধারণ রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীদের চাপের কারণে বিপাকে পড়তে হচ্ছে আমাদের। ঈদকে সামনে রেখে ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন তিনি।

কেএসটি

আরও পড়ুন