• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৮, ২০২০, ০৫:৩২ পিএম
সর্বশেষ আপডেট : মে ৮, ২০২০, ০৫:৩২ পিএম

ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতের বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান পাঞ্জাবে বিধ্বস্ত হয়েছে।

শুক্রবার (৮ মে) পাঞ্জাবের জলন্ধরের কাছে যুদ্ধবিমানের মহড়া চলার সময় ওই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে নিরাপদে বের হতে সক্ষম হন পাইলট।

পাঞ্জাবের একটি শস্যক্ষেতের মধ্যে ভেঙে পড়ে ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ ইন্টারসেপ্টার বিমানটি।

বিমানবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, আহত পাইলটকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টার।

 

ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিগত সমস্যার কারণেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। তবে বিপদ বুঝতে পেরে পাইলট নিরাপদে বেরিয়ে আসেন বিমান থেকে। ওই পাইলটকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পরবর্তী তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় বিমানবাহিনীর অন্যতম অস্ত্র মিগ -২৯ যুদ্ধবিমান। সোভিয়েত আমলের এই দ্রুত ইন্টারসেপ্টার ফাইটার জেটটি ১৯৯৯ সালে কারগিল যুদ্ধের সময় অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয়। বিপরীত দিক থেকে আসা শত্রু যুদ্ধবিমানকে ধ্বংস করতে এই বিমানটি বেশ কার্যকর। এই বিমানের সাহায্যে শত্রুপক্ষের বিমানকে ধ্বংস করে দেয়াও পুরোপুরি সম্ভব হয়।

এসএমএম

আরও পড়ুন