• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০২০, ০৩:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০২০, ০৩:৩৩ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের হাতের পুতুল : ট্রাম্প

বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের হাতের পুতুল : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- ফাইল ফটো

করোনাভাইরাস ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের হাতের পুতুলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (৮ মে) যুক্তরাষ্ট্রের ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আমরা মনে হয় না তারা ইচ্ছা করে এমনটি করছে। এটা তাদের অদক্ষতার কারণে হয়েছে। তারা জানে না কিভাবে কথা বলতে হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি শিগগিরই তাদের নিয়ে ঘোষণা দেবো কারণ তারা চীনের হাতের পুতুলের পরিণত হয়েছে । আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বছরে সাড়ে চার বিলিয়ন কোটি ডলার দেই। আর চীন ৩৮ কোটি ডলার তবুও চীন তাদের বলে দিচ্ছে কিভাবে এগোতে হবে ।

এ সময় চীনে গিয়ে করোনা মোকাবেলায় সাহায্য করতে চান বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এসকে