• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২০, ০৩:৪১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২০, ০৩:৪১ পিএম

কোভিড-১৯

আশার খবর— বিশ্বে কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

আশার খবর—  বিশ্বে কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা
প্রতীকী ছবি

প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দিন দিন ব্যাপকভাবে কমে আসছে। সেই সাথে কমছে আক্রান্তের সংখ্যাও।

করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী- সোমবার (১১ মে) সকাল পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৩ হাজার ৮৬০ জনে।

দিনের হিসাব যদি করা হয় তাহলে রোববার (১০ মে) একদিনে সারাবিশ্বে এই ভাইরাসে প্রাণ গেছে ৩ হাজার ৫১০ জনের। যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

শনিবার (৯ মে) বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান ৪ হাজার ২৪৮ জন। এর আগের দিন শুক্রবার (৮ মে) ও বৃহস্পতিবার (৭ মে) মারা যায় যথাক্রমে ৫ হাজার ৫৫০ ও ৫ হাজার ৫৮৯ জন।

গত সপ্তাহে একদিনে সবচেয়ে বেশি মানুষ মারা যায় ৬ মে (বুধবার)। ওইদিন ৬ হাজার ৮১১ জনের মৃত্যু ঘটে।

বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৪ লাখ ৫ হাজার ৬৬৭ জনের মধ্যে স্থির অবস্থায় রয়েছেন ২৩ লাখ ৫৮ হাজার ৬২৯ জন, যা মোট আক্রান্তের ৯৮ শতাংশ।

বর্তমানে আক্রান্ত ৪৭ হাজার ৩৮ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।

আক্রান্তের সংখ্যাও কমে আসছে। গত ৮ মে (শুক্রবার) একদিনে ৯৭ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হন। এর পরের দিন আক্রান্ত হন ৮৮ হাজার ৯৮৮ জন। আর রোববার (১০ মে) একদিনে আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৮৭৫ জন। 

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৮০ হাজার ৩০৩ জন।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এসএমএম

আরও পড়ুন