• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১২, ২০২০, ০২:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৩, ২০২০, ০৪:১২ পিএম

কোভিড-১৯

সর্বাধিক পরীক্ষা সর্বাধিক শনাক্ত সর্বাধিক মৃত্যু

সর্বাধিক পরীক্ষা সর্বাধিক শনাক্ত সর্বাধিক মৃত্যু
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

আক্রান্তের ৯৭তম দিন 

.....

গত ২৪ ঘণ্টা দেশে মারা গেছেন আরও ৪৬ জন। এর মধ্যে ৩৭ জন পুরুষ ও ৯ জন নারী। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল ১ হাজার ৯৫ জনে। 

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশে নতুন করে ৩ হাজার ৪৭১ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৮১ হাজার ৫২৩ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭ হাজার ২৪৯ জন।

শুক্রবার (১২ জুন) দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ঢাকা এবং ঢাকার বাইরে মোট ৫৯টি ল্যাব থেকে গত ২৪ ঘন্টায় মোট ১৬ হাজার ৯৫০ টি  নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৯৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

সব মিলিয়ে শনাক্তের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৩২২ জন।

নমুনা বিবেচনায় গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ২১ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

মৃত্যু বিবেচনায় পুরুষের হার ৭৭ শতাংশ এবং নারী ২৩ শতাংশ। শনাক্তের বিবেচনায় পুরুষের হার ৭১ শতাংশ এবং নারী ২৯ শতাংশ।

বৃহস্পতিবার (১১ জুন) শনাক্ত হয় ৩ হাজার ১৮৭ ও মারা যায় ৩৭ জন। 

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম কোনও করোনা রোগী মারা যায়।

দেশে গত ২৮ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয় ৫৪৯ জন। এর পর ধারবাহিকভাবে বাড়তে থাকে শনাক্তের সংখ্যা। চলতি মাসের ১ জুন ২,৩৮১, ২ জুন ২,৯১১, ৩ জুন ২৬৯৫, ৪ জুন ২৪২৩, ৫ জুন ২,৮২৮, ৬ জুন ২,৬৩৫, ৭ জুন ২,৭৪৩, ৮ জুন ২,৭৩৫, ৯ জুন ৩,১৭১ জন, ১০ জুন ৩,১৯০ ও ১১ জুন ৩, ১৮৭ শনাক্ত হয়।

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৪ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ৭৫ লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯শ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ১ লাখ ৩৬ হাজারের বেশি।

শুক্রবার (১২ জুন) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এরইমধ্যে ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ লাখ ৪১ হাজার ৪৯৩ জন। বর্তমানে চিকিৎসাধীন ৩৩ লাখ ৩১ হাজার ৬৫০ জন। এদের মধ্যে ৩২ লাখ ৭৭ হাজার ৭৪৮ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৩ হাজার ৯০২ জনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (১১ জুন) ব্রাজিলে মারা গেছেন ১২৬১ জন, নতুন আক্রান্ত ৩০ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রে ৮৯৯, মেক্সিকোতে ৭০৮, পেরুতে ২০৬, রাশিয়ায় ১৭৪, চিলিতে ১৭৩ জন মারা গেছেন। বিস্তার রোধে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কানাডা। ইতালিতে করোনার সংক্রমণ কমে আসায় খুলে দেয়া হচ্ছে স্কুল, ক্লাব ও সামার ক্যাম্প।

আফ্রিকা মহাদেশের ৫৪ দেশে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হটস্পট হিসাবে সাউথ আফ্রিকা, আলজেরিয়া ও ক্যামেরুনকে চিহ্নিত করেছে সংস্থাটি।

সংক্রমণ কমায় ১৫ জুন থেকে সবধরনের বিমান চলাচল চালু করছে নরওয়ে। চীনে নতুন করে ১১ জনের দেহে মিলেছে ভাইরাস।

এসএমএম

আরও পড়ুন