• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১৬, ২০১৯, ০৭:৪৫ পিএম

ইয়েলো ভেস্ট আন্দোলন

‘আলটিমেটাম ডে’তে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

‘আলটিমেটাম ডে’তে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ
পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে রণক্ষেত্র প্যারিস (ইন্টারনেট)

 

জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে চলতে থাকা ফ্রান্সের ইয়েলো ভেস্ট বিক্ষোভকারীরা আজ (শনিবার, ১৬ মার্চ) দেশজুড়ে ‘আলটিমেটাম ডে’ পালন করেছে। এ উপলক্ষে রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে বড় বড় সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়ার জন্য সরকারকে সময়সীমা বেধে দিয়ে আজকের এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় তারা।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকশিত সংবাদের ভিত্তিতে জানা যায়, বিক্ষোভকারীরা টানা ১৮ সপ্তাহ ধরে এই বিক্ষোভ-সমাবেশ করে আসছিলো। শনিবারের এ কর্মসূচি চলাকালীন পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা চ্যাম্পস-এলিসি সড়কের ব্যারিকেড সরিয়ে ফেলে। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ছোঁড়ে।

বিক্ষোভকারীদের এই সংঘাত সৃষ্টির প্রচেষ্টা রুখতে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখঁ গত দুই মাস ধরে সরকারি পর্যায়ে আলোচণা চালই যাচ্ছিলেন। এদিকে, আজই ফ্রান্সে জলবায়ু পরিবর্তনের বিষয়ে আন্দোলনকারীরা রাজধানী প্যারিসে ‘মার্চ অব দ্যা সেঞ্চুরি’র ডাক দিয়েছেন।