• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১০, ২০১৯, ১২:০৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ১০, ২০১৯, ০৬:৪৫ পিএম

অযোধ্যা মামলা : মধ্যস্থতার সময় বাড়ল ১৫ আগস্ট পর্যন্ত

অযোধ্যা মামলা : মধ্যস্থতার সময় বাড়ল ১৫ আগস্ট পর্যন্ত

অযোধ্যার বাবরি মসজিদ - রামের জন্মভূমি মামলায় মধ্যস্থতাকারীদের ১৫ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, মধ্যস্থতার প্রক্রিয়ায় কোনো শর্ট-কাট করতে চায় না আদালত।

শুক্রবার (১০ মে) আদালতে মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে। আগামী জুন মাসে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক রয়েছে। মধ্যস্থতার প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আদালতের কাছে ১৫ অগস্ট পর্যন্ত সময় চান মধ্যস্থতাকারীরা। সেই আরজি মেনে নিয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলেছে, মধ্যস্থতাকারীদের প্যানেল যদি ফলের ব্যাপারে আশাবাদী থাকে এবং ১৫ আগস্ট পর্যন্ত সময় চায়, তাহলে তা দিতে ক্ষতি কী? এই বিষয়টি তো বহু বছর ধরে আটকে রয়েছে। কমিটি তার রিপোর্ট পেশ করেছে। কিন্তু প্রক্রিয়া কতদূর এগিয়েছে, তা প্রকাশ করা হবে না। এটা গোপনীয়।

গত ৮ মার্চ বাবরি মসজিদ - রাম জন্মভূমি মামলার জন্য মধ্যস্থতার ব্যবস্থা করেছিল সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ। ৮ সপ্তাহের মধ্যে তা শেষ করার নির্দেশ দেয়া হয়। সেই মধ্যস্থতায় কতদূর পৌঁছানো গেল, তা-ই জানানোর কথা ছিল শুক্রবার। 

বাবরি মসজিদের চত্বরে রাম মন্দিরের নির্মাণের দাবি মিটমাটের জন্য প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ একটি তিন সদস্যের মধ্যস্থতাকারী প্যানেলের ব্যবস্থা করেন। এতে ছিলেন শীর্ষ আদালতের বিচারপতি এফএমআই খলিফুল্লা, আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবিশঙ্কর এবং বর্ষীয়ান আইনজীবী শ্রীরাম পাঁচু। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, কোনো অবস্থাতেই মধ্যস্থতার কথা প্রকাশ করতে পারবে না সংবাদমাধ্যম। সম্পূর্ণ ভাবে গোপন রাখতে হবে তা। সেই প্রক্রিয়া শেষ করার জন্য সময়সীমা দেওয়া হয়েছিল ৩ মে। অযোধ্যার লাগোয়া ফৈজাবাদে প্রক্রিয়াটি চলেছে।

এফসি