• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০১৯, ১২:২৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০১৯, ১২:২৩ পিএম

বুরকিনা ফাসোয় গির্জায় গুলি, নিহত ৬

বুরকিনা ফাসোয় গির্জায় গুলি, নিহত ৬

 

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি গির্জায় গুলি চালিয়ে এক যাজকসহ ছয়জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। রোববার সকালের প্রার্থনার পরপরই ডাবলো শহরের ওই গির্জায় হামলার ঘটনা ঘটে।

ডাবলো শহরের মেয়র বোকারি জোংগো জানান, প্রার্থনা শেষ করে মানুষ যখন ফিরছিল, সে সময় প্রায় ২০ জন অস্ত্রধারী ক্যাথলিক খ্রিস্টানদের ওই উপাসনালয় ঘিরে ফেলে এবং গুলি শুরু করে। গির্জার একজন যাজকসহ অন্তত ছয়জন গুলিতে নিহত হন। এরপর গির্জায় আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা। পাশের একটি ফার্মেসিসহ বেশ কয়েকটি দোকানে লুটতরাজও চালানো হয়।

বুরকিনা ফাসোর মোট জনসংখ্যার অর্ধেক মুসলমান এবং এক চতুর্থাংশ খ্রিস্টান। এমনিতে দুই সম্প্রদায় শান্তিপূর্ণভাবে বসবাস করলেও জঙ্গিবাদের উত্থানের মধ্যে গত এক মাসে দ্বিতীয়বারের মত গির্জায় হামলার ঘটনা ঘটল।

আল কায়েদা ও ইসলামিক স্টেট সমর্থক দুটি ইসলামি জঙ্গি দল এবং আনসারুল ইসলাম নামে স্থানীয় আরেকটি জঙ্গি দল ওই এলাকায় সক্রিয়। গত সপ্তাহে বুরকিনা ফাসোতে চার জিম্মিকে উদ্ধার করতে গিয়ে দুই ফরাসি কমান্ডো নিহত হন। পাশের দেশ মালিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গত ডিসেম্বরে মালিতে জরুরি অবস্থা জারি করা হয়।  

সূত্র : বিবিসি

এসজেড