• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৩, ২০১৯, ০৯:০৪ এএম
সর্বশেষ আপডেট : মে ২৩, ২০১৯, ০২:৫৯ পিএম

বিপুল বিজয়ের পথে বিজেপি

বিপুল বিজয়ের পথে বিজেপি

বৃহস্পতিবার ভারতের স্থানীয় সময় সকাল আটটায় ভোট গণনা শুরু হওয়ার ৩০ মিনিটের মধ্যেই ১৪০টি আসন নিশ্চিত করেছে বিজেপি। অপরদিকে কংগ্রেস পেয়েছে মাত্র ৫৭টি। এছাড়া নির্দলীয় জোট প্রার্থীরা পেয়েছেন ২১টি আসন। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে ৫৪২টি আসনের মধ্যে প্রয়োজন ২৭২টি।

ফল প্রকাশের এই প্রবণতায় আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে ভারতে। সে হিসেবে নরেন্দ্র মোদীই আবারো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

পশ্চিমবঙ্গ রাজ্যের ৪২টি আসনের মধ্যে ১২টির প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে বিজেপি প্রার্থীরা ৫টি, কংগ্রেস ৪টি এবং নির্দলীয় প্রার্থী ৩টি অঅসনে এগিয়ে আছেন।

সূত্র : এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

এসজেড