• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৪, ২০১৯, ০১:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৪, ২০১৯, ০১:৪২ পিএম

বিজেপির ঐতিহাসিক জয়

গেরুয়া সেনার কাণ্ডারী মোদী-শাহ জুটি

গেরুয়া সেনার কাণ্ডারী মোদী-শাহ জুটি

২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রথম দিনেই বাজিমাত করেছে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। এরইমধ্যে শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ারে ভাসছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার যোগ্য সহযোদ্ধা, বিজেপির সভাপতি অমিত শাহ। তবে এসবের মাঝে একটি বিষয় এখন মুখে মুখে চর্চিত। কিসে বিজেপির এই বিশাল জয়ের মন্ত্র? অবশেষে জানা গেল বিজেপির সাফল্যের মূলমন্ত্র মোদী-শাহ রসায়নে। ভারতের রাজনীতিতে এরা দু'জন যেন বিখ্যাত সোলে সিনেমার জয়-বীরু বা ক্রিকেট মাঠের শচীন-শেহবাগ । 

মোদী-শাহের এমন অসাধারণ জুটি ২০১৪ সালে লোকসভা নির্বাচনের পরই লাইমলাইটে আসে ৷ ২০১৪ সালে বিজেপির অভূতপূর্ব সাফল্যই অমিত শাহের প্রতি মোদীর ভরসা বাড়িয়ে তোলে ৷ মোদী-শাহ জুটির ইতিহাস জানতে হলে রাজনীতির পাতায় কিছুটা সময় পিছিয়ে দিতে হবে ।

 বা থেকে- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আদভানি - ছবি: ফাইল ফটো

২০১৩ সালের জুন মাস, শাহ তখন সেকেন্ড-ইন-কম্যান্ড, মোদীর পরে দলে দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি ৷বানারসে ভোটের কাজে গিয়েছিলেন অমিত শাহ ৷আসলে আরএসএস-এর তরফে শাহের কাঁধে একটা বড় দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ ২০১৪ নির্বাচনে বিজেপির তরফে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত নরেন্দ্র মোদীর জন্য উপযুক্ত নির্বাচনী কেন্দ্র খুঁজে বের করার উদ্দেশে উত্তরপ্রদেশে ইলেকশন ট্যুরে বেরিয়েছিলেন শাহ ৷ এমন আসন চাই যেখান থেকে মোদীর জয় নিশ্চিত ৷শাহের স্ট্র্যাটেজিক মস্তিষ্কের সোজাসাপ্টা থিওরি ছিল, উত্তরপ্রদেশে বিজেপির পতাকা ওড়াতে হলে আগে পূর্বাঞ্চলে জিততে হবে ৷ বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানতেন, হিন্দুবাদকে হাতিয়ার করে সুবক্তা মোদী ঠিক বেনারসের মন জয় করে ফেলবে ৷

বা থেকে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ - ছবি: ফাইল ফটো

একদিকে উত্তরপ্রদেশে জয়ের ডঙ্কা, অন্যদিকে মোদীর ‘বিকাশ পুরুষ’-এর ভাবমূর্তি নুইয়ে পড়া দলকেও নতুন করে উজ্জীবিত করবে ৷নিজের স্ট্র্যাটেজি দিয়ে গুজরাটে তিন তিনবার কংগ্রেসকে আটকে দলের কাছে নিজের যোগ্যতা ও দক্ষতা ততদিনে অমিত শাহের প্রমাণ করা হয়ে গিয়েছে ৷পার্টি ছাড়াও নিজের ছায়াসঙ্গী অমিত শাহের সিদ্ধান্তের উপর মোদীরও ছিল পূর্ণ আস্থা ৷ বানারস বা বারাণসীর ওই কেন্দ্রে থেকে বহুদিন ধরে বিজেপি প্রার্থী ছিলেন প্রবীণ নেতা ৮০ বছরের মুরলী মনোহর যোশী ৷ ২০১৪ নির্বাচনেও ওই আসন থেকেই লড়তে চাইছিলেন যোশি ৷ কিন্তু শাহের পরিকল্পনা ছিল মোদী বারাণসী থেকে জিতেই প্রধানমন্ত্রী হবেন ৷তাই তিনি যোশির ইচ্ছেকে কোনও গুরুত্ব না দিয়ে সাফ জানিয়ে দেন বারাণসী থেকে প্রার্থী হবেন নরেন্দ্র মোদীই, আর যোশি চাইলে কানপুর কেন্দ্র থেকে লড়তে পারেন ৷ শাহের এমন সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ হন মুরলি মনোহর যোশি, কিন্তু শেষ পর্যন্ত তাই হল যা অমিত শাহ চেয়েছিলেন ৷

সপ্তদশ লোকসভা নির্বাচনের বিজয় মঞ্চে মোদী-শাহ জুটি - ছবি: নিউজ১৮

• মোদী আর শাহের এই সম্পর্কের শুরু কোথায়:

এই জুটি আজকের নয়, ৩০ বছরের পুরনো বন্ধন ৷ ১৯৮২ সালে সঙ্ঘের এক শাখায় দুজনের দেখা ৷ তখন অমিত শাহের বয়স ১৭ ৷ আর সেসময় নরেন্দ্র মোদী সঙ্ঘের প্রচারক রূপে কাজ করতেন ৷ সঙ্ঘচালক বালাসাহেব দেবড়া যখন মোদীকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন, তখন শাহই ছিলেন প্রথম ব্যক্তি যাকে মোদী এই কথা জানিয়েছিলেন ৷ যোগ্য বন্ধুর মতোই অমিত শাহও মোদীকে রাজনীতিতে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেছিলেন ৷শাহ জানতেন মোদীর মাধ্যমেই তিনি নিজের রাজনৈতিক আকাঙ্খা পূর্ণ করতে পারবেন ৷

• অমিত শাহের উপর মোদী এত ভরসা কেন করেন:

মোদীর জন্য খুব কঠিন সময় ছিল, যখন 'সাহাবুদ্দিন মামলায়' অমিত শাহ জেলে গিয়েছিলেন ৷সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী মোদী শাহকে জেল থেকে ছাড়াবার জন্য সমস্ত রকম চেষ্টা করেছিলেন ৷জেলে থাকলেও এই সমস্ত খবরই অমিত শাহের কাছে পৌঁছছিল ৷মোদীর টেনশন কমাতে শাহ জেল থেকে মেসেজ পাঠান, ‘যতই চেষ্টা করুক কংগ্রেস, অমিত শাহকে ভাঙতে পারবে না ৷’

আসলে 'সাহাবুদ্দিন' মামলাই ছিল মোদী ও শাহের বন্ধুত্বের অগ্নিপরীক্ষা ৷দুজনেই এই খেলার অভিজ্ঞ ও তুখোড় খেলোয়াড় ৷ এই সময়েই শাহ-মোদীর কাছে একে অন্যের প্রতি বিশ্বস্ততার চরম প্রমাণ দেন ৷ অন্যদিকে, মোদি এই সময়ের মধ্যেই শাহের অভাব অনুভব করে তাঁর ভবিষ্যত ভূমিকা নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ৷

সাহাবুদ্দিন মামলায় প্রায় তিন মাস জেলে কাটিয়েছিলেন অমিত শাহ ৷সেসময় উনি প্রচুর বই পড়েন ৷মনের জোর বাড়াতে মোদির পরামর্শে বিবেকানন্দও পড়েন শাহ ৷গুরুর প্রতি একজন শিষ্য কিভাবে নিজেকে সমর্পণ করতে পারেন তা বোঝাতেই মোদির এমন পরামর্শ ৷রামকৃষ্ণ পরমহংসের পায়ে যেমন করে নিজেকে অর্পণ করেছিলেন বিবেকানন্দ ৷ঠিক সেই দীক্ষাই যেন ধারন করেন অমিত শাহ। 

দিকদর্শনে বা কাজের প্রয়োজনে, একই মতাদর্শ ধারণ করেন মোদী-শাহ - ছবি: ফাইল ফটো

• শাহ কেন উত্তরপ্রদেশকে নিজের কর্মভূমি বানিয়েছিলেন:

সাহাবুদ্দিন মামলায় বাজেভাবে ফেঁসে গিয়েছিলেন অমিত শাহ ৷ জামিনের আর্জি নিয়ে শীর্ষ আদালতে আবেদন করেন তিনি ৷সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করলেও সঙ্গে শর্ত চাপিয়ে দেয়৷অমিত শাহের গুজরাট যাওয়ার উপর জারি হয় নিষেধাজ্ঞা ৷সু্প্রিম কোর্টের এই নির্দেশে বড়সড় ধাক্কা খান মোদী-শাহ ৷দুজনেই বুঝতে পেরেছিলেন এই সিদ্ধান্তের প্রভাব রাজ্যের কাজকর্মে পড়বে ৷কিন্তুর মোদীর দূরদৃষ্টিতে বদলে যায় সবকিছু ৷কোর্টের সিদ্ধান্তকে মেনে নিয়ে তাঁকে আর্শীবাদে বদলে দেন তিনি ৷অমিত শাহ নিজের কর্মভূমি গুজরাট থেকে বিচ্ছেদ মেনে নিতে পারছিলেন না ৷এমন সময় মোদী শাহকে পরামর্শ দেন পুরনো কর্মভূমির দুঃখ ভুলে উত্তরপ্রদেশের দিকে নজর ঘোরাতে ৷মোদির কথা অক্ষরে অক্ষরে মেনে নিয়ে কাজ শুরু করে দেন শাহ ৷নরেন্দ্র মোদি এটা ভালভাবেই জানতেন বিজেপিকে দিল্লি পৌঁছতে হলে উত্তরপ্রদেশের রাস্তা ধরেই যেতে হবে ৷

• কী করে বিজেপির প্রধান হলেন অমিত শাহ:

২০১৪ সালের লোকসভা নির্বাচনে দেশ জুড়ে পদ্ম ঝড়ের পরই মোদির শপথ নেওয়া শুধু সময়ের অপেক্ষা ছিল ৷প্রধানমন্ত্রী হওয়ার পরই নিজের সবথেকে বিশ্বাসভাজন অমিত শাহকে বিজেপির অধ্যক্ষ পদে বসিয়ে দেন নরেন্দ্র মোদি ৷শাহকে এত গুরুত্বপূর্ণ পদে বসানোর সিদ্ধান্তে একের পর এক প্রশ্ন উঠতে থাকে ৷সাহাবুদ্দিনের ভুয়ো এনকাউন্টারের মামলা ছাড়াও অমিত শাহের বিরুদ্ধে বেঙ্গালুরুর একটি মেয়ের উপরে গোয়েন্দাগিরি করারও অভিযোগ ওঠে ৷একের পর এক ধামাচাপা পড়া মামলা তুলে এনে শাহের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে থাকে ৷নির্বাচনী ময়দানে অমিত শাহ হলেন মুকুটহীন বাদশা ৷গুজরাটে মোদীর ১২ বছরের মুখ্যমন্ত্রিত্বের সময় শাহ সবথেকে গুরুত্বপূর্ণ পদে ছিলেন ৷

অমিত মিত্রতার উদাহরণ নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটি - ছবি: ফাইল ফটো

মোদী ও শাহের সম্পর্কে যারা কাছ থেকে দেখেছেন, তারা বলেন, শাহ মোদীকে একটা বড় ব্র্যান্ড হিসেবে দেখেন এবং নিজেকে তাঁর বিজ্ঞাপনদাতা-প্রচারক মনে করেন ৷লোককে নিজের কথা দিয়ে কিভাবে প্রভাবিত করতে হয় তা মোদী খুব ভালভাবেই জানেন ৷অন্যদিকে, শাহকে বরাবরই অনুগত সৈনিকের মতো মোদির ছায়াসঙ্গী হিসেবে চলতে দেখা গিয়েছে ৷কিন্তু ২০১৪ সালের পর এদের সম্পর্কে দৃশ্যপটের পরিবর্তন হয় ৷এখন মোদী লক্ষ্য দেন ও তা পূরণের দায়িত্ব পড়ে অমিত শাহের উপর ৷মোদী-শাহের সম্পর্ক তাদের সম্বোধনেই স্পষ্ট ৷অমিত শাহ মোদীকে সাহেব বলে ডাকেন ৷ গুজরাটেও শাহ ক্রিকেট বোর্ডের অধ্যক্ষ পদের নির্বাচনে জিতেছিলেন কিন্তু মোদীর জন্য সেই পদ ছেড়ে দেন ৷শাহকে অনেকেই মজা করে মোদীর নাইট চেয়ারম্যান বলেন, যে দরকার পড়লে মোদীর জন্য প্রাণত্যাগও করতে পারে। তথ্যসূত্র সহায়ক: নিউজ১৮/এই সময়