• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৮, ২০১৯, ০৬:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৮, ২০১৯, ০৬:৫৬ পিএম

এল চ্যাপোর যাবজ্জীবন কারাদণ্ড

এল চ্যাপোর যাবজ্জীবন কারাদণ্ড

 

মাদকের রাজ্যে ‘এল চ্যাপো’ বা পিচ্চি নামে পরিচিত মেক্সিকান মাদক সম্রাট হোয়াকিন গুজমানকে মাদক ও অর্থ পাচারসহ মোট ১০ টি অভিযোগে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন এবং আরো ৩০ বছরের সাজা দিয়েছে নিউ ইয়র্কের ফেডারেল কোর্ট। এছাড়াও তাকে জরিমানা করা হয়েছে তেরশ কোটি মার্কিন ডলার।

মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ আমেরিকার বিভিন্ন দেশে কোকেন, হেরোইন, মারিজুয়ানা ও মেথামফেটামিন পাচারের জন্য সবচেয়ে বড় মাদক ও অপরাধ চক্র গড়ে তুলেছিলেন ৬২ বছর বয়সী এল চ্যাপো। এর আগে ২০০১ ও ২০১৫ সালে মেক্সিকোর কারাগার থেকে কৌশলে টানেল খুড়ে পালিয়েছিলেন এল চ্যাপো। ২০১৭ সালে আবারও তাকে লস মোচিস শহর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয় এল চ্যাপোর বিচারের ভাড়। গুজমানকে কলোরাডোর ফ্লোরেন্সে দেশটির সবচেয়ে সুরক্ষিত ফেডারেল কারাগারে রাখা হবে। এ বিষয়ে সরকার পক্ষের আইনজীবীদের মত, গুজমান ‘টন টন স্টিলের পেছনে’ কারাভোগ করবেন।

সূত্র : বিবিসি

এসজেড