• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৮, ২০১৯, ০২:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৮, ২০১৯, ০২:৩২ পিএম

নিউ ইয়র্কে পার্কে গুলিবর্ষণে নিহত ১, আহত ১২

নিউ ইয়র্কে পার্কে গুলিবর্ষণে নিহত ১, আহত ১২

 

নিউ ইয়র্কের একটি পার্কে গুলিবষর্ণের ঘটনায় একজন নিহত এবং শিশুসহ অনন্ত ১২জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ। শনিবার (২৭ জুলাই) স্থানীয় সময় রাত ১১ টায় ব্রুকলিনের ব্রাউন্সভিল খেলার মাঠে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে।

সেই সময়ে স্থানীয় অধিবাসীরা ‘ওল্ড টাইমার্স উইক’ নামে একটি অনুষ্ঠান উপভোগ করছিলেন। ৫৬ বছর ধরে এই মাঠে প্রতিবছর অনুষ্ঠান হয়ে আসছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট দাবি করেছে, অনুষ্ঠান চলাকালীন একজন বন্দুকধারী আচমকা গুলিবর্ষণ শুরু করে। পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরো মাঠ ঘিড়ে রেখেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি অস্ত্র পাওয়া গেলেও পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। সতর্কবার্তা ছড়িয়ে এরই মধ্যে  
অস্ত্রধারীর খোঁজে নেমেছে নিরাপত্তা বাহিনী।

সূত্র : নিউ ইয়র্ক পোস্ট

এসজেড

আরও পড়ুন