• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৯, ২০১৯, ০৩:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৯, ২০১৯, ০৩:৪৯ পিএম

কাবুলে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর দপ্তরে বোমা হামলা, নিহত ২০

কাবুলে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর দপ্তরে বোমা হামলা, নিহত ২০

 

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহর দপ্তর লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। রোববার (২৮ জুলাই) রাজধানী কাবুলে সালেহর গ্রিন ট্রেন্ড দলের দপ্তরে চালানো এ হামলায় আরও ৫০ জন আহত হয়েছেন। আফগানিস্তানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরুর প্রথম দিনে হামলাটি চালানো হয়।

হামলায় সালেহ সামান্য আঘাত পেয়েছেন। তিনি প্রেসিডেন্ট আশরাফ ঘানির রানিং মেট হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক আত্মঘাতী হামলাকারী দপ্তরটির কাছে গাড়ি ভর্তি বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। এরপর বেশ কয়েকজন জঙ্গি দপ্তরটির ভিতরে ঢুকে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার আগে প্রায় ছয় ঘণ্টা ধরে সেখানে অবস্থান করে তাণ্ডব চালায়।

নিরাপত্তা বাহিনী ভবনটি থেকে প্রায় ১৫০ জন বেসামরিককে উদ্ধার করেছে। কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। সেপ্টেম্বরে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে এরমধ্যেই দুইবার নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়।

সূত্র : বিবিসি

এসজেড

আরও পড়ুন