• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০১৯, ১১:২৯ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৬, ২০১৯, ১১:৫৫ এএম

জিম্বাবুয়ের সাবেক রাষ্ট্রপতি রবার্ট মুগাবে মারা গেছেন

জিম্বাবুয়ের সাবেক রাষ্ট্রপতি রবার্ট মুগাবে মারা গেছেন
জিম্বাবুয়ের প্রথম নেতা রবার্ট মুগাবে

জিম্বাবুয়ের সাবেক রাষ্ট্রপতি রবার্ট মুগাবে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা গেছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে বর্তমান রাষ্ট্রপতি এমারসন এমনাগাগওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯৫ বছর। ধারণা করা হচ্ছে রবার্ট মুগাবে এপ্রিল মাস থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। 

জিম্বাবুয়ের রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতাসীন ছিলেন তিনি। এছাড়া শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতার মর্যাদা পেয়েছিলেন তিনি। ১৯৮০ সালে তিনি নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আরোহণ করেন। ১৯৮০-১৯৮৭ পর্যন্ত প্রধানমন্ত্রী ও ১৯৮৭ সাল থেকে রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ২১ নভেম্বর তারিখে রবার্ট মুগাবে ৩৭ বছর শাসনের পরে জিম্বাবুয়ের প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন।
 

টিএফ 

আরও পড়ুন