• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০৩:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০৩:৫৭ পিএম

৯/১১ নবজাতক

জন্ম ১১ সেপ্টেম্বর, ৯টা ১১ মিনিটে; ওজন ৯ পাউণ্ড ১১ আউন্স

জন্ম ১১ সেপ্টেম্বর, ৯টা ১১ মিনিটে; ওজন ৯ পাউণ্ড ১১ আউন্স

বিবিসি বাংলা এক্সক্লুসিভ

যুক্তরাষ্ট্রের ইতিহাসের এক ভয়াল দিন ৯ সেপ্টেম্বর ২০০১। আর আমেরিকার এক মা বলেছেন, আমেরিকায় ১১ই সেপ্টেম্বরের হামলার বার্ষিকীতে জন্মানো তার কন্যাসন্তান রাত নয়টা ১১ মিনিটে নয় পাউণ্ড ১১ আউন্স ওজন নিয়ে যে জন্মেছে - সেটা ''রীতিমত বিস্ময়ের''।

টেনেসি অঙ্গরাজ্যের জার্মানটাউন শহরের মেথডিস্ট লিবনহুর হাসপাতালে জন্ম নেয় শিশু ক্রিস্টিনা ব্রাউন।

ক্রিস্টিনা ব্রাউন- ছবি: বিবিসি বাংলা

''ধ্বংস ও মৃত্যুর ভয়াবহতার স্মৃতি বহনকারী দিনটিতে ক্রিস্টিনার আগমন একটা নতুনের বার্তা,'' বলেছেন তার মা ক্যামেট্রিয়ন মুর-ব্রাউন।

১১ই সেপ্টেম্বর ২০০১-এর হামলার দিনটি নিহতদের স্মরণ করে পালিত হয়েছে আমেরিকার বিভিন্ন রাজ্যে।

ক্রিস্টিনার জন্মের পর তার জন্মের সময় এবং জন্মের সময় তার ওজন নথিভুক্ত করতে গিয়ে হাসপাতালের কর্মচারীরা নাইন ইলেভেনের সঙ্গে এর মিল দেখে অবাক হয়ে যান।

''আমরা শুনলাম সিজারিয়ানের পর শিশুর জন্মসময় চিকিৎসক ঘোষণা করলেন রাত নয়টা এগারো। এরপর বাচ্চাটাকে ওজন করে দেখা গেল তার ওজন ৯ পাউণ্ড ১১ আউন্স। সকলের কণ্ঠ দিয়ে বিস্ময়ের শব্দ বেরিয়ে এল। ৯/১১-তে ৯ পাউণ্ড ১১ আউন্সের ক্রিস্টিনা জন্মাল ৯টা ১১-য়,'' বললেন তার বাবা জাস্টিন ব্রাউন।

''দেশটির জন্য দু:খের এই দিনটিতে ওর এমনধারা জন্ম দারুণ উত্তেজনাকর।"