• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৩:৫১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৩:৫১ পিএম

জঙ্গিরা কি চাঁদ থেকে এসেছে: পাকিস্তানকে ইইউ নেতাদের প্রশ্ন

জঙ্গিরা কি চাঁদ থেকে এসেছে: পাকিস্তানকে ইইউ নেতাদের প্রশ্ন

ভারতের জম্মু-কাশ্মীর সংক্রান্ত সংবিধান সংশোধনের জেরে এরইমধ্যে দেশটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে, জাতিসংঘ ও ইইউ'র দরজায় প্রতিনিয়ত কড়া নাড়ছে পাকিস্তান। কিন্তু তাতে উল্টো নিজেরাই ইইউ'র চরম কটাক্ষের শিকার হলো প্রধানমন্ত্রী ইমরান খানের দেশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ইউরোপীয় পার্লামেন্টে বিশেষ বিতর্ক চলাকালে আইনপ্রণেতা রিসার্ড চার্জনায়েস্কি এবং ফুলভিও মার্তুসিয়েলো কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থন জানিয়ে দেশটিকে একটি সুপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন। একই সঙ্গে অধিবেশনে তারা সশস্ত্র জঙ্গিদের আশ্রয় দেওয়ার জন্য শক্ত ভাষায় কটাক্ষ করেন পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান ও তার সরকারকে।

জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা: কাশ্মীর সীমান্তে হাই অ্যালার্ট

এ সময় আইনপ্রণেতারা বলেন, ভারতের মাটিতে আগ্রাসন চালানোর জন্য জম্মু-কাশ্মীর অঞ্চলকে ব্যবহার করছে, পাকিস্তান ভূখণ্ডকে আশ্রয় করে গড়ে ওঠা সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীগুলো। ভারতের এই অঞ্চলটিকে কেন্দ্রীয় সরকার ব্যবস্থার আওতায় নিয়ে পরিস্থিতি উন্নতকরণের চেষ্টা করছে দেশটির সরকার। সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে পাকিস্তান সরকারের এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির বিষয়টির মাঝে 'নেতিবাচক কিছুর' ইঙ্গিত দেখছেন তারা।

অধিবেশনে চার্জনায়েস্কি বলেছেন, 'ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক একটি দেশ। যদিও দেশটির জম্মু ও কাশ্মীরে যা ঘটছে এবার আমাদের সেদিকে নজর দেওয়া প্রয়োজন। এই জঙ্গিরা কখনোই চাঁদ থেকে আসেনি। তারা প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান থেকে এসেছে। তাই আমাদের এখন অবশ্যই ভারতকে সমর্থন জানানো উচিত।'

এ দিকে ইইউ পার্লামেন্টের সদস্য এবং ইতালির ইউরোপীয় পিপলস পার্টির (খ্রিষ্টান ডেমোক্র্যাটস) জ্যেষ্ঠ নেতা মার্তুসিয়েলো বলেছিলেন, 'পাকিস্তান এরই মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে। এই উগ্রবাদী মানসিকতা সারা বিশ্ব তথা ইইউ'র জন্য ভীষণ উদ্বেগজনক।'

মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসলামাবাদকে অভিযুক্ত করে ইইউর এই আইনপ্রণেতা বলেন, 'বর্তমানে তারা (পাকিস্তান) এমন একটি জায়গায় পৌঁছেছে; যেখান থেকে জঙ্গিরা ইউরোপে রক্তাক্ত সন্ত্রাসী হামলার পরিকল্পনা চালাতে সক্ষম।'

এর আগে গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছিল ক্ষমতাসীন মোদী সরকার। যার প্রেক্ষিতে পরবর্তীতে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিতর্কিত লাদাখ ও জম্মু ও কাশ্মীর সৃষ্টির প্রস্তাবেও সমর্থন জানানো হয়।

এসকে