• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ০২:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২২, ২০১৯, ০২:৫৫ পিএম

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ২৬

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ২৬
দুর্ঘটনা কবলিত বাসটির ভেতর আটকা পড়া যাত্রীদের উদ্ধার কাজ চলছে- জিও টিভি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি সড়কে এক ভয়াবহ বাস দুর্ঘটনায়  অন্তত ২৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। 

পাকিস্তান পুলিশের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের বার্তা সংস্থা জিও টিভি জানায়, রোববার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে যাত্রীবাহী বাসটি স্কারডু থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে পার্শ্ববর্তী বাবুসর এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এতেই এ হতাহতের ঘটনা ঘটে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া পুলিশের এক কর্মকর্তার দেয়া তথ্য মতে, আজ সকালে যাত্রীবাহী বাসটি স্কারডু থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোড় পরিবর্তনের সময় গাড়ির গতি বেশি থাকায় আচমকা পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে। এতে মুহূর্তের মধ্যে বাসটির যাত্রীরা আশপাশে ছিটকে পড়েন।'

পুলিশের এ কর্মকর্তা আরও বলেছেন, 'দুর্ঘটনায় উদ্ধারকৃত ২৬ মরদেহের মধ্যে বেশ কিছু নারী ও শিশু রয়েছেন। যাদের এরই মধ্যে মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া এতে আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন অবস্থায় আছে।'

যদিও হতাহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুর্ঘটনায় নিহতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলেই তার ধারণা।

এসকে