• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ০২:২১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০১৯, ০২:২১ পিএম

মোদীর ‘ফাদার অব ইন্ডিয়া’ হিসেবে পরিচিতি পাওয়া উচিত : ট্রাম্প

মোদীর ‘ফাদার অব ইন্ডিয়া’ হিসেবে পরিচিতি পাওয়া উচিত : ট্রাম্প
বাঁ থেকে- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- ফাইল ফটো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ফাদার অব ইন্ডিয়া’ হিসেবে পরিচিতি পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার মার্কিন ম্যাগাজিন টাইম এক প্রতিবেদনে জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার আগে মোদীর সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। এ নিয়ে গত তিনদিনে তাদের মধ্যে দুইবার সাক্ষাৎ হলো।

দ্বিপক্ষীয় বৈঠকের সময়ই মোদীকে ‘ফাদার অব ইন্ডিয়া’ বলেন ট্রাম্প এবং দাবি করেন, মোদীর এ হিসেবেই পরিচিতি পাওয়া উচিত। মূলত ভারতীয়দের মধ্যে একতা নিয়ে আসাতেই মোদীকে এই অ্যাখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

রবিবার টেক্সাসে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে যোগ দেন মোদী। সেখানে গিয়েছিলেন ট্রাম্পও। আর তখনই দেখেছেন যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয়দের মধ্যে ৫০ হাজার ভারতীয় মোদীকে কীভাবে স্বাগত জানিয়েছে।

ওইদিনের ঘটনা উল্লেখ করেই ট্রাম্প বলেন, ভারতের বিভিন্ন গোত্রের মানুষকে মোদী একত্রিত করেছেন এবং মনে হয়েছে রকস্টার এলভিস প্রিসলি ফিরে এসেছে। অর্থাৎ, এলভিস প্রিসলির সঙ্গে মোদীকে তুলনা করেন ট্রাম্প।

এসকে

আরও পড়ুন